খালেদা জিয়ার জামিনের সম্পূর্ণ এখতিয়ার আদালতের : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০১:০৯
ফাইল ফটো
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতির দায়ে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো করণীয় নেই।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার রায় আদালতের রায়। আদালত যদি মনে করে তিনি জামিন পাওয়ার যোগ্য তাহলে জামিন দিয়ে দেবে। আর যদি মনে করে জামিন পাওয়ার যোগ্য নয় তাহলে জামিন দেবে না। এটি একান্তই আদালতের বিষয়। সরকারের বিষয় না।’
সংবাদমাধ্যমে কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নানা ছুতোয় সাংবাদিক ভাই-বোনদের বিশেষ করে টেলিভিশন সংবাদকর্মীদের ছাঁটাই করা হচ্ছে। হঠাৎ করে কাউকে ছাঁটাই করা আইনসম্মত নয়, সমীচীন নয়। অবিলম্বে গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত।’
সংবাদকর্মীদের বঞ্চিত করে কোনো সংবাদমাধ্যম সমৃদ্ধি লাভ করতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের উচিত নিয়োগপত্র ছাড়া চাকরিতে যোগদান না করা। নিয়োগপত্র ছাড়া কাজ করলে যেকোনো সময় ছাঁটাই করার সুযোগ থাকে।’
ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০১:০৯

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতির দায়ে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো করণীয় নেই।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার রায় আদালতের রায়। আদালত যদি মনে করে তিনি জামিন পাওয়ার যোগ্য তাহলে জামিন দিয়ে দেবে। আর যদি মনে করে জামিন পাওয়ার যোগ্য নয় তাহলে জামিন দেবে না। এটি একান্তই আদালতের বিষয়। সরকারের বিষয় না।’
সংবাদমাধ্যমে কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নানা ছুতোয় সাংবাদিক ভাই-বোনদের বিশেষ করে টেলিভিশন সংবাদকর্মীদের ছাঁটাই করা হচ্ছে। হঠাৎ করে কাউকে ছাঁটাই করা আইনসম্মত নয়, সমীচীন নয়। অবিলম্বে গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত।’
সংবাদকর্মীদের বঞ্চিত করে কোনো সংবাদমাধ্যম সমৃদ্ধি লাভ করতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের উচিত নিয়োগপত্র ছাড়া চাকরিতে যোগদান না করা। নিয়োগপত্র ছাড়া কাজ করলে যেকোনো সময় ছাঁটাই করার সুযোগ থাকে।’
ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।