ইতালিতে করোনায় আক্রান্ত এক বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক | ৪ মার্চ, ২০২০ ১৪:৫১
প্রতীকী ছবি
ইতালির মিলানে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন এক বাংলাদেশি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
তবে মিলানে বসবাসরত করোনায় আক্রান্ত ওই বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত আরও কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায়, এসব দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সেবায় বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানসহ বিশ্বের ৮০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায়।
ইতালিতে করোনাভাইরাসে মঙ্গলবার ২৭ জন মারা গেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সে দেশে মৃত্যু হয়েছে ৭৯ জনের। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০২ জন। সেরে উঠেছেন ১৬০ জন।
করোনাভাইরাসের উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশের নামও এসেছে। তালিকাটি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত তালিকায় বাংলাদেশের নাম ছিল না।
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বাংলাদেশসহ মোট ২৫ দেশ কভিড-১৯ (করোনাভাইরাস) এর উচ্চ ঝুঁকিতে রয়েছে।
সিএনএন জানিয়েছে, করোনাভাইরাসে মঙ্গলবার নাগাদ সারা বিশ্বে ৩ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৮৬২ জন। চীনে মারা গেছে ২ হাজার ৯৮১ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ২৭০ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৪ মার্চ, ২০২০ ১৪:৫১

ইতালির মিলানে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন এক বাংলাদেশি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
তবে মিলানে বসবাসরত করোনায় আক্রান্ত ওই বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত আরও কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায়, এসব দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সেবায় বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানসহ বিশ্বের ৮০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায়।
ইতালিতে করোনাভাইরাসে মঙ্গলবার ২৭ জন মারা গেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সে দেশে মৃত্যু হয়েছে ৭৯ জনের। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০২ জন। সেরে উঠেছেন ১৬০ জন।
করোনাভাইরাসের উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশের নামও এসেছে। তালিকাটি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত তালিকায় বাংলাদেশের নাম ছিল না।
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বাংলাদেশসহ মোট ২৫ দেশ কভিড-১৯ (করোনাভাইরাস) এর উচ্চ ঝুঁকিতে রয়েছে।
সিএনএন জানিয়েছে, করোনাভাইরাসে মঙ্গলবার নাগাদ সারা বিশ্বে ৩ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৮৬২ জন। চীনে মারা গেছে ২ হাজার ৯৮১ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ২৭০ জন।