করোনায় মুজিববর্ষের কোনো অতিথির সফর বাতিল হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৭ মার্চ, ২০২০ ১৬:২৩
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস সারা বিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদ্যাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত কেউই সফরসূচি বাতিল করেননি। শুধু একজন অতিথি অন্য কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন।’
আবদুল মোমেন বলেন, ‘এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমরা অত্যন্ত সতর্কতা মেনে চলছি। আমন্ত্রিত অতিথিরা সবাই আসবেন বলে আমার ধারণা।’
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিপুলসংখ্যক বিদেশি অতিথির উপস্থিতিতে ১৭ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী এ উদ্যাপন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৭ মার্চ, ২০২০ ১৬:২৩

করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস সারা বিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদ্যাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত কেউই সফরসূচি বাতিল করেননি। শুধু একজন অতিথি অন্য কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন।’
আবদুল মোমেন বলেন, ‘এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমরা অত্যন্ত সতর্কতা মেনে চলছি। আমন্ত্রিত অতিথিরা সবাই আসবেন বলে আমার ধারণা।’
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিপুলসংখ্যক বিদেশি অতিথির উপস্থিতিতে ১৭ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী এ উদ্যাপন।