‘মোদির সফর ঘিরে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী’
পারভেজ রহমান, নওগাঁ প্রতিনিধি | ৮ মার্চ, ২০২০ ২০:১৬
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করে নিতে জাতি প্রস্তুত।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিন রাত কাজ করছে। মুজিব বর্ষের কর্মসূচিতে কোন রকম অপ্রীতিকর বা অহেতুক ঝামেলা সৃষ্টি করে নিরাপত্তার বিঘ্ন ঘটিয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
মন্ত্রী আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা শূন্যে নামিয়ে আনার জন্য বিজিবি ও বিএসএফ পর্যায়ে আলোচনা চলমান রয়েছে।
রবিবার বেলা ১২ টায় নওগাঁর ধামইরহাট থানা কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অন্যদের মাঝে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মো. শহীদুজ্জামান সরকার এমপি, মো. ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ. কে. এম হাফিজ আকতার বিপিএম বার, অতিরিক্ত ডিআইজি র্যার-৫ এর অধিনায়ক মাহফুজার রহমান বিপিএম বার, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ প্রমুখ।
পরে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জেলার ১১ টি উপজেলার ৫৬ চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে। তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আজকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসলেন তাদেরকে স্বাগত জানাই। এই প্রতিজ্ঞা ধরে রাখবেন বলে আমি আশা রাখি।
বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ধামইরহাট সরকারি এম,এম কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পারভেজ রহমান, নওগাঁ প্রতিনিধি | ৮ মার্চ, ২০২০ ২০:১৬

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করে নিতে জাতি প্রস্তুত।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিন রাত কাজ করছে। মুজিব বর্ষের কর্মসূচিতে কোন রকম অপ্রীতিকর বা অহেতুক ঝামেলা সৃষ্টি করে নিরাপত্তার বিঘ্ন ঘটিয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
মন্ত্রী আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা শূন্যে নামিয়ে আনার জন্য বিজিবি ও বিএসএফ পর্যায়ে আলোচনা চলমান রয়েছে।
রবিবার বেলা ১২ টায় নওগাঁর ধামইরহাট থানা কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অন্যদের মাঝে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মো. শহীদুজ্জামান সরকার এমপি, মো. ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ. কে. এম হাফিজ আকতার বিপিএম বার, অতিরিক্ত ডিআইজি র্যার-৫ এর অধিনায়ক মাহফুজার রহমান বিপিএম বার, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ প্রমুখ।
পরে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জেলার ১১ টি উপজেলার ৫৬ চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে। তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আজকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসলেন তাদেরকে স্বাগত জানাই। এই প্রতিজ্ঞা ধরে রাখবেন বলে আমি আশা রাখি।
বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ধামইরহাট সরকারি এম,এম কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।