করোনাভাইরাস: মুজিব বর্ষের অনুষ্ঠানে আসছেন না বিদেশি অতিথিরা
নিজস্ব প্রতিবেদক | ৯ মার্চ, ২০২০ ০০:০০
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রেক্ষাপটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
১৭ মার্চের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি অতিথিদের উপস্থিতিতে যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ফলে ওই দিনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিরা আসছেন না। তবে পরবর্তীতে এই সমাবেশের তারিখ চূড়ান্ত হবে।
জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুজিব বর্ষ উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
রবিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সোমবার এই বিষয়ে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হবে বলেও জানানো হয়।
ড. কামাল আবদুল নাসের বলেন, আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিতব্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। মূল অনুষ্ঠানটি পরে হবে। সেখানে অংশগ্রহণ করবেন বিদেশি অতিথিরা। বছরজুড়ে চলবে এই অনুষ্ঠান। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি যাতে না হয় এমন কর্মসূচি নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে হবে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ও ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পরবর্তীতে করা হবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে বাংলাদেশেও এই রোগী শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রবিবার বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এরপরেই বছরব্যাপী মুজিব বর্ষের অনুষ্ঠানে এই পরিবর্তন ও পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হলো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ মার্চ, ২০২০ ০০:০০

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রেক্ষাপটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
১৭ মার্চের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি অতিথিদের উপস্থিতিতে যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ফলে ওই দিনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিরা আসছেন না। তবে পরবর্তীতে এই সমাবেশের তারিখ চূড়ান্ত হবে।
জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুজিব বর্ষ উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
রবিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সোমবার এই বিষয়ে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হবে বলেও জানানো হয়।
ড. কামাল আবদুল নাসের বলেন, আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিতব্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। মূল অনুষ্ঠানটি পরে হবে। সেখানে অংশগ্রহণ করবেন বিদেশি অতিথিরা। বছরজুড়ে চলবে এই অনুষ্ঠান। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি যাতে না হয় এমন কর্মসূচি নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে হবে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ও ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পরবর্তীতে করা হবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে বাংলাদেশেও এই রোগী শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রবিবার বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এরপরেই বছরব্যাপী মুজিব বর্ষের অনুষ্ঠানে এই পরিবর্তন ও পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হলো।