ভূমি নিবন্ধনপ্রক্রিয়া অটোমেশন করা হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৯ মার্চ, ২০২০ ০১:২২
ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের ভূমি নিবন্ধনপ্রক্রিয়া অটোমেশন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে এ-সংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের কাজ চ‚ড়ান্ত করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে ব্যবসা সহজীকরণে সম্পত্তি নিবন্ধন সূচকের ইতিবাচক ও দৃশ্যমান অগ্রগতি হবে।’
রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ব্যবসা সহজীকরণে সম্পত্তি নিবন্ধন সূচক’ শীর্ষক কর্মশালায় আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ভূমি নিবন্ধনপ্রক্রিয়ার সঙ্গে নামজারি, মালিকানা, রেকর্ড, খাজনা পরিশোধ, ভূমি জরিপের বিষয় সমন্বয় করা হচ্ছে। ব্যবসা কিংবা শিল্প আমাদের গুরুত্বপূর্ণ ড়্গেত্র। আমরা আরও পরিকাঠামোগত উন্নয়ন, নিরাপদ কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের জন্য সবার মাথাপিছু আয় বৃদ্ধি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে ব্যবসা করা কতটা কঠিন কিংবা সহজ প্রতি বছর তার সূচক তৈরি করে বিশ্বব্যাংক। এমন ১০টি সূচকের অন্যতম হচ্ছে, সম্পত্তি নিবন্ধন-সম্পর্কিত সূচক। এ সূচকে ইতিবাচক অগ্রগতির জন্য নিবন্ধন অধিদপ্তরের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে কোম্পানি থেকে কোম্পানি ভূমি হস্তান্তরে মূল দলিল সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ মার্চ, ২০২০ ০১:২২

ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের ভূমি নিবন্ধনপ্রক্রিয়া অটোমেশন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে এ-সংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের কাজ চ‚ড়ান্ত করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে ব্যবসা সহজীকরণে সম্পত্তি নিবন্ধন সূচকের ইতিবাচক ও দৃশ্যমান অগ্রগতি হবে।’
রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ব্যবসা সহজীকরণে সম্পত্তি নিবন্ধন সূচক’ শীর্ষক কর্মশালায় আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ভূমি নিবন্ধনপ্রক্রিয়ার সঙ্গে নামজারি, মালিকানা, রেকর্ড, খাজনা পরিশোধ, ভূমি জরিপের বিষয় সমন্বয় করা হচ্ছে। ব্যবসা কিংবা শিল্প আমাদের গুরুত্বপূর্ণ ড়্গেত্র। আমরা আরও পরিকাঠামোগত উন্নয়ন, নিরাপদ কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের জন্য সবার মাথাপিছু আয় বৃদ্ধি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে ব্যবসা করা কতটা কঠিন কিংবা সহজ প্রতি বছর তার সূচক তৈরি করে বিশ্বব্যাংক। এমন ১০টি সূচকের অন্যতম হচ্ছে, সম্পত্তি নিবন্ধন-সম্পর্কিত সূচক। এ সূচকে ইতিবাচক অগ্রগতির জন্য নিবন্ধন অধিদপ্তরের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে কোম্পানি থেকে কোম্পানি ভূমি হস্তান্তরে মূল দলিল সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।