শাহজালাল বিমানবন্দরে ইতালি ফেরত দুইজন কোয়ারেন্টাইনে
নিজস্ব প্রতিবেদক | ৯ মার্চ, ২০২০ ১৫:১৫
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত কিনা জানতে ইতালি ফেরত দুইজনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার বিমানবন্দরের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইতালি ফেরত দুইজন করোনায় আক্রান্ত কিনা জানতে তাদেরকে বিমানবন্দরের হেলথ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ জানান, চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন, এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর আগে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ মার্চ, ২০২০ ১৫:১৫

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত কিনা জানতে ইতালি ফেরত দুইজনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার বিমানবন্দরের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইতালি ফেরত দুইজন করোনায় আক্রান্ত কিনা জানতে তাদেরকে বিমানবন্দরের হেলথ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ জানান, চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন, এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর আগে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য।