করোনাভাইরাসে আক্রান্তদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২০ ১২:১৪
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
এক সপ্তাহ আগে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হ্ওয়ায় তাদের হাসপাতালের আইসোলেশন রাখা হয়।
শুক্রবার মহাখালীতে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, তিনজনের মধ্যে দুজনের পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। পর পর দুবার নেগেটিভ এলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যায়। সে অনুযায়ী একজনকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি বাড়ি চলে গেছেন।
অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সুস্থ হয়ে ওঠা অন্যজনও বাড়ি চলে যাওয়ার মত অবস্থায় আছেন। তবে তার পরিবারের একজন কোয়ারেন্টানে থাকায় তিনি এখনই যেতে পারছেন না।
তৃতীয়জনের শরীরে এখনও ভাইরাসের সংক্রমণ রয়ে গেছে। পরীক্ষায় এখন তার রিপোর্ট নেগেটিভ আসেনি বলে জানান আইইডিসিআরের পরিচালক।
বাংলাদেশে নতুন করে আর কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি। আইইডিসিআর সব প্রস্তুতিই নিয়ে রেখেছে বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট আটজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২০ ১২:১৪

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
এক সপ্তাহ আগে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হ্ওয়ায় তাদের হাসপাতালের আইসোলেশন রাখা হয়।
শুক্রবার মহাখালীতে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, তিনজনের মধ্যে দুজনের পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। পর পর দুবার নেগেটিভ এলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যায়। সে অনুযায়ী একজনকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি বাড়ি চলে গেছেন।
অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সুস্থ হয়ে ওঠা অন্যজনও বাড়ি চলে যাওয়ার মত অবস্থায় আছেন। তবে তার পরিবারের একজন কোয়ারেন্টানে থাকায় তিনি এখনই যেতে পারছেন না।
তৃতীয়জনের শরীরে এখনও ভাইরাসের সংক্রমণ রয়ে গেছে। পরীক্ষায় এখন তার রিপোর্ট নেগেটিভ আসেনি বলে জানান আইইডিসিআরের পরিচালক।
বাংলাদেশে নতুন করে আর কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি। আইইডিসিআর সব প্রস্তুতিই নিয়ে রেখেছে বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট আটজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।