করোনা: উহান ফেরত ২৩ বাংলাদেশি দিল্লি থেকে ফিরছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২০ ২২:৫৩
করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান থেকে ফেরত আসার পর ভারতের রাজধানীতে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে স্বাস্থ্যগত ছাড়পত্র নিয়ে শনিবার দেশে ফিরছেন ২৩ বাংলাদেশি নাগরিক।
বাংলাদেশ সরকারের সহায়তায় শনিবার বিকেলে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন তারা।
বৃহস্পতিবার ওই বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত হননি।
২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল।
৮টি পরিবার এবং ৫ শিশুসহ ৭৬ ভারতীয় নাগরিক এবং অন্যান্য দেশের ৩৬ জন নাগরিককে ফিরিয়ে আনার পর প্রথমে বিমানবন্দরে পর্যবেক্ষণ করা হয়।
বিদেশি নাগরিকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ৬ জন চীনের, মিয়ানমার ও মালদ্বীপের ২ জন করে এবং মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক ছিলেন।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি উহান থেকে প্রথম দলকে ফিরিয়ে আনার ৪৮ ঘণ্টা আগে নয়াদিল্লির ছাওলাতে কোয়ারেন্টাইন ক্যাম্প প্রস্তুত করেছিল আইটিবিপি।
বাংলাদেশি নাগরিকদের বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বলে জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন।
অপর এক বাংলাদেশি শিক্ষার্থী ভারতীয় বিমানবাহিনী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকায় সবার জন্যই বেদনাদায়ক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে এবং তাদেরকে সরিয়ে নিতে সম্মতি জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী চীনেরও প্রশংসা করে বলেন, আমাদের সুরক্ষিত রাখতে এবং আমাদের স্বাস্থ্যের অবস্থা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা নিঃস্বার্থ ছিল। নিজেদের নাগরিকদের মতো বিদেশি নাগরিকদেরকেও তারা দায়িত্বশীল ও সংবেদনশীলতার সাথে নিয়ন্ত্রণ করেছে। আমরা সব সময় আপনাদের এই সহায়তা মনে রাখব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২০ ২২:৫৩

করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান থেকে ফেরত আসার পর ভারতের রাজধানীতে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে স্বাস্থ্যগত ছাড়পত্র নিয়ে শনিবার দেশে ফিরছেন ২৩ বাংলাদেশি নাগরিক।
বাংলাদেশ সরকারের সহায়তায় শনিবার বিকেলে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন তারা।
বৃহস্পতিবার ওই বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত হননি।
২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল।
৮টি পরিবার এবং ৫ শিশুসহ ৭৬ ভারতীয় নাগরিক এবং অন্যান্য দেশের ৩৬ জন নাগরিককে ফিরিয়ে আনার পর প্রথমে বিমানবন্দরে পর্যবেক্ষণ করা হয়।
বিদেশি নাগরিকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ৬ জন চীনের, মিয়ানমার ও মালদ্বীপের ২ জন করে এবং মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক ছিলেন।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি উহান থেকে প্রথম দলকে ফিরিয়ে আনার ৪৮ ঘণ্টা আগে নয়াদিল্লির ছাওলাতে কোয়ারেন্টাইন ক্যাম্প প্রস্তুত করেছিল আইটিবিপি।
বাংলাদেশি নাগরিকদের বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বলে জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন।
অপর এক বাংলাদেশি শিক্ষার্থী ভারতীয় বিমানবাহিনী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকায় সবার জন্যই বেদনাদায়ক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে এবং তাদেরকে সরিয়ে নিতে সম্মতি জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী চীনেরও প্রশংসা করে বলেন, আমাদের সুরক্ষিত রাখতে এবং আমাদের স্বাস্থ্যের অবস্থা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা নিঃস্বার্থ ছিল। নিজেদের নাগরিকদের মতো বিদেশি নাগরিকদেরকেও তারা দায়িত্বশীল ও সংবেদনশীলতার সাথে নিয়ন্ত্রণ করেছে। আমরা সব সময় আপনাদের এই সহায়তা মনে রাখব।