মোদির সফর নিয়ে ‘ব্যঙ্গ’ করায় গ্রেপ্তার যুবক: অ্যামনেস্টির উদ্বেগ
অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২০ ২৩:৩১
মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে ‘ব্যঙ্গ’ করে ফেসবুকে পোস্ট দেয়ায় গ্রেপ্তার করা হয় ময়মনসিংহের এক যুবককে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মোদির আগমন নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় গ্রেপ্তারকৃত এই যুবক তথ্য ও প্রযুক্তি আইনে সাত বছর জেলের সম্মুখীন।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক একজন মুখপাত্র সাদ হাম্মাদি বলেন, ‘ফেসবুকে শুধু নিজের মতামত প্রকাশ করায় এমদাদুল হক মিলনকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘তথ্য ও প্রযুক্তি আইনটি পাস হওয়ার আগেই, সেটিকে বাংলাদেশের মানুষকে নিপীড়ন করায় ব্যবহার করা হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম। এখন আমরা আইনটির বিপজ্জনক প্রভাব দেখতে পাচ্ছি। কিছু রাষ্ট্রীয় সংস্থা এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত লোকেরা এই আইনকে এমনভাবে ব্যবহার করছে যেন মত প্রকাশের স্বাধীনতা একটি অপরাধ।’
প্রসঙ্গত, ফেব্রুয়ারির ৪ তারিখ মুক্তাগাছা উপজেলা শহরের আটানিবাজার এলাকা থেকে পুলিশ এমদাদুল হক মিলনকে গ্রেপ্তার করে। যদিও করোনাভাইরাস আতঙ্কে ১৭ মার্চের মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। এতে বাতিল হয় ওই দিনে মোদির ঢাকা সফর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২০ ২৩:৩১

মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে ‘ব্যঙ্গ’ করে ফেসবুকে পোস্ট দেয়ায় গ্রেপ্তার করা হয় ময়মনসিংহের এক যুবককে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মোদির আগমন নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় গ্রেপ্তারকৃত এই যুবক তথ্য ও প্রযুক্তি আইনে সাত বছর জেলের সম্মুখীন।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক একজন মুখপাত্র সাদ হাম্মাদি বলেন, ‘ফেসবুকে শুধু নিজের মতামত প্রকাশ করায় এমদাদুল হক মিলনকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘তথ্য ও প্রযুক্তি আইনটি পাস হওয়ার আগেই, সেটিকে বাংলাদেশের মানুষকে নিপীড়ন করায় ব্যবহার করা হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম। এখন আমরা আইনটির বিপজ্জনক প্রভাব দেখতে পাচ্ছি। কিছু রাষ্ট্রীয় সংস্থা এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত লোকেরা এই আইনকে এমনভাবে ব্যবহার করছে যেন মত প্রকাশের স্বাধীনতা একটি অপরাধ।’
প্রসঙ্গত, ফেব্রুয়ারির ৪ তারিখ মুক্তাগাছা উপজেলা শহরের আটানিবাজার এলাকা থেকে পুলিশ এমদাদুল হক মিলনকে গ্রেপ্তার করে। যদিও করোনাভাইরাস আতঙ্কে ১৭ মার্চের মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। এতে বাতিল হয় ওই দিনে মোদির ঢাকা সফর।