শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি তৈরি হয়নি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৫ মার্চ, ২০২০ ১৮:৪৬
করোনাভাইরাসে আক্রান্তের পরিস্থিতির অবনতি হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোতার অনুষ্ঠান শেষে বিকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি তৈরি হয়নি।
বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ বিদেশফেরত ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যাদের তিনজন সুস্থ হয় বাড়ি ফিরেছেন। শনিবার নতুন করে দুই ব্যক্তির করোনা আক্রান্তের খবর জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বিশ্বজুড়ে করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতে অনেক দেশে বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ভারতের পশ্চিমবঙ্গেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশেও বন্ধের দাবি তোলে বিভিন্ন মহল। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানায়। এর আগে বিএনপিও একই দাবি জানায়।
তবে এসব দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী রবিবার বলেন, 'পরিস্থিতি হলেই বন্ধ করা হবে। ফলে আতঙ্ক সৃষ্টি করবেন না, আতঙ্কিত না হয়ে সচেতনভাবে মোকাবেলা করুন'।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৫ মার্চ, ২০২০ ১৮:৪৬

করোনাভাইরাসে আক্রান্তের পরিস্থিতির অবনতি হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোতার অনুষ্ঠান শেষে বিকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি তৈরি হয়নি।
বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ বিদেশফেরত ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যাদের তিনজন সুস্থ হয় বাড়ি ফিরেছেন। শনিবার নতুন করে দুই ব্যক্তির করোনা আক্রান্তের খবর জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বিশ্বজুড়ে করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতে অনেক দেশে বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ভারতের পশ্চিমবঙ্গেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশেও বন্ধের দাবি তোলে বিভিন্ন মহল। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানায়। এর আগে বিএনপিও একই দাবি জানায়।
তবে এসব দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী রবিবার বলেন, 'পরিস্থিতি হলেই বন্ধ করা হবে। ফলে আতঙ্ক সৃষ্টি করবেন না, আতঙ্কিত না হয়ে সচেতনভাবে মোকাবেলা করুন'।