রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন মঙ্গলবার
গোপালগঞ্জ প্রতিনিধি | ১৬ মার্চ, ২০২০ ১২:১৭
ফাইল ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেখানে। সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে রাষ্ট্রপতির এ সফরের কথা জানানো হয়েছে।
ওই চিঠিতে আরো জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দশ্যে রওনা হবেন। ৯টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন এবং সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এদিন টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং অনার গার্ড প্রদান করবেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান খান জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, সারা দেশের মতো গোপালগঞ্জেও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গোপালগঞ্জ প্রতিনিধি | ১৬ মার্চ, ২০২০ ১২:১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেখানে। সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে রাষ্ট্রপতির এ সফরের কথা জানানো হয়েছে।
ওই চিঠিতে আরো জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দশ্যে রওনা হবেন। ৯টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন এবং সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এদিন টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং অনার গার্ড প্রদান করবেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান খান জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, সারা দেশের মতো গোপালগঞ্জেও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।