বিদেশ থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২০ ১৮:০৪
বিদেশ ফেরতদের অবশ্যই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এ সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ যদি এর ব্যত্যয় ঘটান, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশে প্রশিক্ষণ শেষে যারা আসবেন, তাদেরও বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি তার কারণে অন্য কারও সমস্যা হয়, তাহলে তাকেও আইন মোকাবিলা করতে হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথাও জানান সচিব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২০ ১৮:০৪

বিদেশ ফেরতদের অবশ্যই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এ সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ যদি এর ব্যত্যয় ঘটান, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশে প্রশিক্ষণ শেষে যারা আসবেন, তাদেরও বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি তার কারণে অন্য কারও সমস্যা হয়, তাহলে তাকেও আইন মোকাবিলা করতে হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথাও জানান সচিব।
শেয়ার করুন