দেশে আরও ২ করোনা আক্রান্ত শনাক্ত: আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০২০ ১২:৩০
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও দুই ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্ত একজন ইতালি ফেরত। আরেকজন আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীর মাধ্যমে। ওই প্রবাসী ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ফিরে গেছেন।
মীরজাদী সেব্রিনা বলেন, ‘পরিবারের সদস্যদের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ হচ্ছে। তাই আমরা বারবার সাবধান হওয়ার কথা বলছি। তবে এই রোগ মারাত্মক নয়। এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।’
তিনি জানান, বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩ জন। আর ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। অবশ্য আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে করোনা মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০২০ ১২:৩০

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও দুই ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্ত একজন ইতালি ফেরত। আরেকজন আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীর মাধ্যমে। ওই প্রবাসী ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ফিরে গেছেন।
মীরজাদী সেব্রিনা বলেন, ‘পরিবারের সদস্যদের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ হচ্ছে। তাই আমরা বারবার সাবধান হওয়ার কথা বলছি। তবে এই রোগ মারাত্মক নয়। এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।’
তিনি জানান, বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩ জন। আর ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। অবশ্য আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে করোনা মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।