দেশে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪
নিজস্ব প্রতিবেদক | ২১ মার্চ, ২০২০ ১৪:৩৩
দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চারজন।
শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নতুন করে ৫০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে শুক্রবার নাগাদ ১৪ হাজার ব্যক্তিকে সারাদেশে কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জাহিদ মালেক বলেন, ‘দেশের সার্বিক করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছি। তিনি সার্বিক প্রস্তুতি সন্তোষ প্রকাশ করেছেন।’
‘প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনো আমরা ইউরোপের অনেক দেশ থেকে ভালো আছি’ যোগ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য শেখ রাসেল গাস্ট্রো হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটকে প্রস্তুত করা হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ মার্চ, ২০২০ ১৪:৩৩

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চারজন।
শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নতুন করে ৫০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে শুক্রবার নাগাদ ১৪ হাজার ব্যক্তিকে সারাদেশে কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জাহিদ মালেক বলেন, ‘দেশের সার্বিক করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছি। তিনি সার্বিক প্রস্তুতি সন্তোষ প্রকাশ করেছেন।’
‘প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনো আমরা ইউরোপের অনেক দেশ থেকে ভালো আছি’ যোগ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য শেখ রাসেল গাস্ট্রো হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটকে প্রস্তুত করা হচ্ছে।