আজ পবিত্র শবে মেরাজ
নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০২০ ০১:২২
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ইসলাম ধর্মমতে, আরবি রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আরশে আজিমে যান। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ।
গত ২৪ ফেব্রম্নয়ারি জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় ২২ মার্চ শবেমেরাজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৬ ফেব্রম্নয়ারি থেকে রজব মাস গণনা শুরু হয় এবং ২২ মার্চ তারিখে রজব মাসের ২৬ তারিখ হওয়ায় এই দিনে পবিত্র লাইলাতুল মেরাজ পালনের সিদ্ধান্ত হয়।
এই দিনটি পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ ছাড়া দেশের সকল মসজিদে মুসলমানরা বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি পালন করেন। লাইলাতুল মেরাজের দিন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০২০ ০১:২২

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ইসলাম ধর্মমতে, আরবি রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আরশে আজিমে যান। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ।
গত ২৪ ফেব্রম্নয়ারি জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় ২২ মার্চ শবেমেরাজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৬ ফেব্রম্নয়ারি থেকে রজব মাস গণনা শুরু হয় এবং ২২ মার্চ তারিখে রজব মাসের ২৬ তারিখ হওয়ায় এই দিনে পবিত্র লাইলাতুল মেরাজ পালনের সিদ্ধান্ত হয়।
এই দিনটি পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ ছাড়া দেশের সকল মসজিদে মুসলমানরা বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি পালন করেন। লাইলাতুল মেরাজের দিন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।