সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০২০ ১৬:১২
করোনাভাইরাসের প্রেক্ষাপটে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
রবিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেয়া হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭জন। মারা গেছেন দুজন।
সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৮২৯ জন কোভিড-১৯ রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৯ হাজার ৭১১ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৯৪৩ জনের অবস্থা সংকটাপন্ন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০২০ ১৬:১২

করোনাভাইরাসের প্রেক্ষাপটে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
রবিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেয়া হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭জন। মারা গেছেন দুজন।
সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৮২৯ জন কোভিড-১৯ রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৯ হাজার ৭১১ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৯৪৩ জনের অবস্থা সংকটাপন্ন।