করোনা প্রতিরোধে নৌ পুলিশের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২০ ২১:২৮
নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) রবিবার থেকে কভেড-১৯ বা নভেল করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
এর অংশ হিসেবে প্রতি ১০ লিটার পানিতে ১ গ্রাম পটাশিয়াম পারম্যাংগানেট বা ১ লিটার ডেটলে তার ৪০ গুন পানি মিশিয়ে অথবা ১ লিটার পনিতে সাড়ে ১২ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে জীবাণুমুক্ত উপকরণ তৈরি করা হয়। রবিবার থেকে নিয়মিত সড়কে করোনার এই জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে।
সোমবার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ডিআইজি নৌ পুলিশের কার্যালয়ের সামনে, গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন হাতিরঝিল এলাকায় সকালে এবং বিকেলে দুই ঘণ্টা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে চলাচলরত গাড়িতে।
এতে বলা হয়, ডিআইজি উপস্থিত থেকে স্বপ্রণোদিত হয়ে নৌ পুলিশ সদস্যদের নিয়ে নান উদ্যোগ গ্রহণ করছেন। নৌ পুলিশের মোট সদস্য দুই হাজার ও তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ডেটল, সাবান, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট ও ব্লিচিং পাউডার বিতরণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি কীভাবে জীবাণুমুক্ত করতে হবে তার ব্যবহারিক বিষয়টিও দেখিয়ে দেন ডিআইজি। তিনি তা ভিডিও করে নৌ পুলিশ সদস্যদের পাঠিয়ে দেন। নৌ পুলিশ সদর দপ্তর আট অঞ্চল অফিসসহ সব নৌ পুলিশ স্টেশনকে এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। নৌ পুলিশ নিজস্ব যানবাহনে এগুলো ব্যবহার করছে। জনবহুল লঞ্চ টার্মিনালে নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২০ ২১:২৮

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) রবিবার থেকে কভেড-১৯ বা নভেল করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
এর অংশ হিসেবে প্রতি ১০ লিটার পানিতে ১ গ্রাম পটাশিয়াম পারম্যাংগানেট বা ১ লিটার ডেটলে তার ৪০ গুন পানি মিশিয়ে অথবা ১ লিটার পনিতে সাড়ে ১২ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে জীবাণুমুক্ত উপকরণ তৈরি করা হয়। রবিবার থেকে নিয়মিত সড়কে করোনার এই জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে।
সোমবার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ডিআইজি নৌ পুলিশের কার্যালয়ের সামনে, গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন হাতিরঝিল এলাকায় সকালে এবং বিকেলে দুই ঘণ্টা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে চলাচলরত গাড়িতে।
এতে বলা হয়, ডিআইজি উপস্থিত থেকে স্বপ্রণোদিত হয়ে নৌ পুলিশ সদস্যদের নিয়ে নান উদ্যোগ গ্রহণ করছেন। নৌ পুলিশের মোট সদস্য দুই হাজার ও তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ডেটল, সাবান, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট ও ব্লিচিং পাউডার বিতরণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি কীভাবে জীবাণুমুক্ত করতে হবে তার ব্যবহারিক বিষয়টিও দেখিয়ে দেন ডিআইজি। তিনি তা ভিডিও করে নৌ পুলিশ সদস্যদের পাঠিয়ে দেন। নৌ পুলিশ সদর দপ্তর আট অঞ্চল অফিসসহ সব নৌ পুলিশ স্টেশনকে এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। নৌ পুলিশ নিজস্ব যানবাহনে এগুলো ব্যবহার করছে। জনবহুল লঞ্চ টার্মিনালে নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়েছে।