করোনা মোকাবিলায় বেসরকারি খাত এগিয়ে আসছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ০১:২৮
করোনা মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। সোমবার ফেইসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।
ফেইসবুকে তিনি লিখেছেন, ‘আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলাম একসময়, সেই কারখানা ৫০ হাজারের বেশি মাস্ক তৈরি করেছে। কেমিক্যাল ল্যাব ১ হাজার লিটার হ্যান্ডওয়াশ লিকুইড তৈরি করেছে। এগুলো অব্যাহতভাবে চলবে। আমরা গত শুক্রবার ডাক্তার এবং নার্সদের জন্য দুই ধরনের বিশেষ পোশাকের নমুনা তৈরির কাজে হাত দিয়েছি। দোয়া করবেন যেন সফল হই। প্রাথমিকভাবে এসব আমার নির্বাচনী এলাকা এবং রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে, সেই সঙ্গে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কর্মচারী যাদের জনসম্পৃক্ততা আছে, তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ০১:২৮

করোনা মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। সোমবার ফেইসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।
ফেইসবুকে তিনি লিখেছেন, ‘আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলাম একসময়, সেই কারখানা ৫০ হাজারের বেশি মাস্ক তৈরি করেছে। কেমিক্যাল ল্যাব ১ হাজার লিটার হ্যান্ডওয়াশ লিকুইড তৈরি করেছে। এগুলো অব্যাহতভাবে চলবে। আমরা গত শুক্রবার ডাক্তার এবং নার্সদের জন্য দুই ধরনের বিশেষ পোশাকের নমুনা তৈরির কাজে হাত দিয়েছি। দোয়া করবেন যেন সফল হই। প্রাথমিকভাবে এসব আমার নির্বাচনী এলাকা এবং রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে, সেই সঙ্গে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কর্মচারী যাদের জনসম্পৃক্ততা আছে, তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।’
শেয়ার করুন