সংক্রামক রোগের তালিকায় কোভিড-১৯
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ০১:৪৯
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ কে সংক্রামক ব্যাধির তালিকায় যুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। ২৩ মার্চ সোমবার এটি প্রকাশ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৯ মার্চ এই গেজেট জারি করে।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ৪(ভ)-এ বর্ণিত ক্ষমতাবলে সরকার নভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করেছে। গেজেটে গত ৮ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তারিখ উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৮ মার্চ হাইকোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত সংক্রামক মহামারী ব্যাধি হিসেবে ঘোষণা করতে দিয়েছিল।
বাংলাদেশে সংক্রামক রোগের তালিকায় এখন রয়েছে- ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ফ্লু, নিপাহ, অ্যানথ্রাক্স, মার্স-কভ, জলাতঙ্ক, জাপানিস এনকেফালাইটিস, ডায়রিয়া, যক্ষা, শ্বাসনালির সংক্রমণ, এইচআইভি, ভাইরাল হেপাটাইটিস, টাইফয়েড, খাদ্যে বিষক্রিয়া, মেনিনজাইটিস, ইবোলা, জিকা ও চিকুনগুণিয়া। এই তালিকায় এখন কোভিড-১৯ রোগও যুক্ত হল।
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনটি ২০১৮ সালে প্রণীত হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ০১:৪৯

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ কে সংক্রামক ব্যাধির তালিকায় যুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। ২৩ মার্চ সোমবার এটি প্রকাশ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৯ মার্চ এই গেজেট জারি করে।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ৪(ভ)-এ বর্ণিত ক্ষমতাবলে সরকার নভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করেছে। গেজেটে গত ৮ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তারিখ উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৮ মার্চ হাইকোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত সংক্রামক মহামারী ব্যাধি হিসেবে ঘোষণা করতে দিয়েছিল।
বাংলাদেশে সংক্রামক রোগের তালিকায় এখন রয়েছে- ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ফ্লু, নিপাহ, অ্যানথ্রাক্স, মার্স-কভ, জলাতঙ্ক, জাপানিস এনকেফালাইটিস, ডায়রিয়া, যক্ষা, শ্বাসনালির সংক্রমণ, এইচআইভি, ভাইরাল হেপাটাইটিস, টাইফয়েড, খাদ্যে বিষক্রিয়া, মেনিনজাইটিস, ইবোলা, জিকা ও চিকুনগুণিয়া। এই তালিকায় এখন কোভিড-১৯ রোগও যুক্ত হল।
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনটি ২০১৮ সালে প্রণীত হয়।