বন্ধ হচ্ছে রেল যোগাযোগ
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ১০:২০
করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে দেশের রেল যোগাযোগে আসছে পরিবর্তন।
রেলওয়ে কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সকল লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ থাকবে। পর্যায়ক্রমে বাকিগুলো বন্ধ করা হবে।
এই তথ্য নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।
মঙ্গলবার থেকে লোকাল, মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ থেকে বাকি ট্রেনও বন্ধ হতে পারে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকার বাইরে থেকে স্বাভাবিকের তুলনায় অর্ধেক বা আরও কম যাত্রী রাজধানীতে আসছেন। আবার ঢাকা থেকে এর চিত্র উল্টো।
এ দিকে সোমবার ১০ দিনের সাধারণ ছুটির পর অনেককেই গ্রামমুখী হতে দেখা যায়। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে বিকেলের পর থেকে ছিল উপচে পড়া ভিড়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ১০:২০

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে দেশের রেল যোগাযোগে আসছে পরিবর্তন।
রেলওয়ে কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সকল লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ থাকবে। পর্যায়ক্রমে বাকিগুলো বন্ধ করা হবে।
এই তথ্য নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।
মঙ্গলবার থেকে লোকাল, মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ থেকে বাকি ট্রেনও বন্ধ হতে পারে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকার বাইরে থেকে স্বাভাবিকের তুলনায় অর্ধেক বা আরও কম যাত্রী রাজধানীতে আসছেন। আবার ঢাকা থেকে এর চিত্র উল্টো।
এ দিকে সোমবার ১০ দিনের সাধারণ ছুটির পর অনেককেই গ্রামমুখী হতে দেখা যায়। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে বিকেলের পর থেকে ছিল উপচে পড়া ভিড়।
শেয়ার করুন