এই নির্দেশনা না মানলে বিদেশে ফেরতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ১৩:৫৪
যেসব প্রবাসী ১ মার্চ থেকে দেশে ফিরে পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্যত্র অবস্থান করছেন, তাদের জন্য পুলিশ বিশেষ নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, ১ মার্চ থেকে দেশে আগত পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৃশ্যত প্রবাসীদের মাধ্যমে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে এবং তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এড়ানো বন্ধে এই নির্দেশনা জারি করলো আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০২০ ১৩:৫৪

যেসব প্রবাসী ১ মার্চ থেকে দেশে ফিরে পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্যত্র অবস্থান করছেন, তাদের জন্য পুলিশ বিশেষ নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, ১ মার্চ থেকে দেশে আগত পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৃশ্যত প্রবাসীদের মাধ্যমে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে এবং তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এড়ানো বন্ধে এই নির্দেশনা জারি করলো আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।