কক্সবাজারে করোনা আক্রান্ত ১ রোগী শনাক্ত
কক্সবাজার প্রতিনিধি | ২৪ মার্চ, ২০২০ ১৫:০২
কক্সবাজারে একজন বৃদ্ধ নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬০ বছর বয়সী ওই নারী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সৌদি ফেরত ওই নারী কাশি, জ্বর ও বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ২১ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। পরে ২২ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়।
‘আজ (২৪ মার্চ) করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। তাকে দ্রুত বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম ফৌজদারহাট এলাকায় অবস্থিত করোনাভাইরাসের জন্য প্রস্তুত করা হাসপাতালে পাঠানো হচ্ছে’ যোগ করেন তিনি।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীর করোনা শনাক্তে ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। সেখান থেকে একজনের পজিটিভ ও দুজনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘শনাক্ত হওয়া রোগীকে বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম পাঠানো হয়েছে। এছাড়াও তিন শতাধিক ব্যক্তিকে কোয়ারেইন্টানে রাখা হয়েছে।’
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর বাংলাদেশে ৩৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। তবে কক্সবাজারে জন্য প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কক্সবাজার প্রতিনিধি | ২৪ মার্চ, ২০২০ ১৫:০২

কক্সবাজারে একজন বৃদ্ধ নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬০ বছর বয়সী ওই নারী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সৌদি ফেরত ওই নারী কাশি, জ্বর ও বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ২১ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। পরে ২২ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়।
‘আজ (২৪ মার্চ) করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। তাকে দ্রুত বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম ফৌজদারহাট এলাকায় অবস্থিত করোনাভাইরাসের জন্য প্রস্তুত করা হাসপাতালে পাঠানো হচ্ছে’ যোগ করেন তিনি।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীর করোনা শনাক্তে ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। সেখান থেকে একজনের পজিটিভ ও দুজনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘শনাক্ত হওয়া রোগীকে বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম পাঠানো হয়েছে। এছাড়াও তিন শতাধিক ব্যক্তিকে কোয়ারেইন্টানে রাখা হয়েছে।’
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর বাংলাদেশে ৩৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। তবে কক্সবাজারে জন্য প্রথম করোনা রোগী শনাক্ত হলো।