করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত নেই
নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২০ ১২:২৯
দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জনই রয়েছে।
পাশাপাশি আরও দুজন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ এখন সাতজন।
বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা আক্রান্ত এক ব্যক্তি বুধবার সকালে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। তার বয়স ৬৫ বছর। তিনি আগে থেকে ডায়াবেটিস ও হাইপার টেনশনে ভুগছিলেন।
মৃত এই ব্যক্তি দেশে ফেরা প্রবাসীর মাধ্যমে করোনা আক্রান্ত হয়ে ১৮ মার্চ থেকে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান তিনি।
আইইডিসিআর পরিচালক আরও জানান, নিশ্চিত অথবা সন্দেহভাজন করোনা আক্রান্ত ৪৭ জন বর্তমানে আইসোলেশনে আছেন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছেন ৪৭ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। সব মিলিয়ে মোট ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনে যতজনের প্রয়োজন, তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২০ ১২:২৯

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জনই রয়েছে।
পাশাপাশি আরও দুজন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ এখন সাতজন।
বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা আক্রান্ত এক ব্যক্তি বুধবার সকালে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। তার বয়স ৬৫ বছর। তিনি আগে থেকে ডায়াবেটিস ও হাইপার টেনশনে ভুগছিলেন।
মৃত এই ব্যক্তি দেশে ফেরা প্রবাসীর মাধ্যমে করোনা আক্রান্ত হয়ে ১৮ মার্চ থেকে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান তিনি।
আইইডিসিআর পরিচালক আরও জানান, নিশ্চিত অথবা সন্দেহভাজন করোনা আক্রান্ত ৪৭ জন বর্তমানে আইসোলেশনে আছেন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছেন ৪৭ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। সব মিলিয়ে মোট ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনে যতজনের প্রয়োজন, তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।