জুমার জামাতে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ ইফার
নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ, ২০২০ ১১:০০
করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে জুমার নামাজের জামাতে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) বাংলাদেশ।
জুমার নামাজের আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমাসহ সকল জামাতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের।’
দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী এই বার্তা পাঠানোর কথা জানিয়েছে ইফা।
এর আগে গত সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফা বলেছিল, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জুমার সুন্নত এবং নফল নামাজ বাসা থেকে পড়ে আসুন। বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর, হাঁচি, কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিসহ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিগণ ঘরে জোহরের নামাজ পড়ুন।
করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ, ২০২০ ১১:০০

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে জুমার নামাজের জামাতে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) বাংলাদেশ।
জুমার নামাজের আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমাসহ সকল জামাতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের।’
দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী এই বার্তা পাঠানোর কথা জানিয়েছে ইফা।
এর আগে গত সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফা বলেছিল, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জুমার সুন্নত এবং নফল নামাজ বাসা থেকে পড়ে আসুন। বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর, হাঁচি, কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিসহ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিগণ ঘরে জোহরের নামাজ পড়ুন।
করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।