জরিমানা ছাড়াই গাড়ির ফিটনেস নবায়ন ৩০ জুন পর্যন্ত
অনলাইন ডেস্ক | ২৮ মার্চ, ২০২০ ১৪:২৬
করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সৃষ্টি পরিস্থিতি বিবেচনায় জরিমানা ছাড়াই যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।
শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।’
করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ মার্চ, ২০২০ ১৪:২৬

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সৃষ্টি পরিস্থিতি বিবেচনায় জরিমানা ছাড়াই যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।
শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।’
করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।
শেয়ার করুন