জাতিসংঘ-ডব্লিউএইচও আমাদের কাজের প্রশংসা করেছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৩০ মার্চ, ২০২০ ১৩:৫৯
ফাইল ছবি
করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ও প্রস্তুতির প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ দাবি করেছেন।
তিনি বলেন, প্রায় ২০০ এর মতো আইসিইউ তৈরি রয়েছে, যার সঙ্গে ভেন্টিলেটরও আছে। এর মধ্যে ১১টি ল্যাব কাজ করে যাচ্ছে। আরও ১৭টি ল্যাব প্রস্তুত করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন আমরা এর মধ্যে অনলাইন কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কথা বলেছি, তারা আমাদের প্রশংসা করেছে। জাতিসংঘ মহাসচিবও আমাদের কাজের প্রশংসা করেছে।’
তিনি বলেন, ‘আমাদের ডাক্তার-নার্সরা ভালো কাজ করছেন। প্রাইভেট ডাক্তাররাও ভালো করছেন। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে, চেম্বার প্রাইভেট প্র্যাকটিস অনেকে বন্ধ রেখেছেন। আমি আশা করছি, এ সময়ে যার যার কর্মস্থলে উপস্থিত থাকবেন।’
জাহিদ মালেক বলেন, ‘মিডিয়ার প্রতি আহ্বান করব- আপনারা এমন কোনো তথ্য দেবেন না, যাতে মানুষ আতঙ্কিত হয়। এমন তথ্য দেবেন না যে, আমাদের অভাব রয়েছে। কারণ আমাদের কাছে যথেষ্ট কিট রয়েছে, যথেষ্ট ল্যাব রয়েছে, যথেষ্ট আইসিইউ রয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ যেহেতু অনেক আগ থেকে প্রস্তুতি নিয়েছিল, সেজন্য আমরা ভালোভাবে কাজ করতে পারছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ডাক্তার-নার্সরা কাজ করছে। আশা করি, অচিরেই আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ মার্চ, ২০২০ ১৩:৫৯

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ও প্রস্তুতির প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ দাবি করেছেন।
তিনি বলেন, প্রায় ২০০ এর মতো আইসিইউ তৈরি রয়েছে, যার সঙ্গে ভেন্টিলেটরও আছে। এর মধ্যে ১১টি ল্যাব কাজ করে যাচ্ছে। আরও ১৭টি ল্যাব প্রস্তুত করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন আমরা এর মধ্যে অনলাইন কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কথা বলেছি, তারা আমাদের প্রশংসা করেছে। জাতিসংঘ মহাসচিবও আমাদের কাজের প্রশংসা করেছে।’
তিনি বলেন, ‘আমাদের ডাক্তার-নার্সরা ভালো কাজ করছেন। প্রাইভেট ডাক্তাররাও ভালো করছেন। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে, চেম্বার প্রাইভেট প্র্যাকটিস অনেকে বন্ধ রেখেছেন। আমি আশা করছি, এ সময়ে যার যার কর্মস্থলে উপস্থিত থাকবেন।’
জাহিদ মালেক বলেন, ‘মিডিয়ার প্রতি আহ্বান করব- আপনারা এমন কোনো তথ্য দেবেন না, যাতে মানুষ আতঙ্কিত হয়। এমন তথ্য দেবেন না যে, আমাদের অভাব রয়েছে। কারণ আমাদের কাছে যথেষ্ট কিট রয়েছে, যথেষ্ট ল্যাব রয়েছে, যথেষ্ট আইসিইউ রয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ যেহেতু অনেক আগ থেকে প্রস্তুতি নিয়েছিল, সেজন্য আমরা ভালোভাবে কাজ করতে পারছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ডাক্তার-নার্সরা কাজ করছে। আশা করি, অচিরেই আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব।’