করোনা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ১২ কোটি টাকা বিজিবির
অনলাইন ডেস্ক | ৩০ মার্চ, ২০২০ ১৫:০৮
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ টাকার অনুদান দিয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের এই টাকা প্রদান করেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, বিজিবির সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে একদিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২লাখ ২ হাজার ৮০৩ টাকা এবং বিজিবির কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকাসহ সর্বমোট ১২ কোটি ৫২লাখ ২হাজার ৮০৩টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়।
এর আগে করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত থেকে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
সেনাবাহিনী ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নৌবাহিনী ৪ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৩৩৩, বিমানবাহিনী ১ কোটি ২০ লাখ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ১ কোটি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১ কোটি টাকা অনুদান দেয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ মার্চ, ২০২০ ১৫:০৮

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ টাকার অনুদান দিয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের এই টাকা প্রদান করেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, বিজিবির সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে একদিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২লাখ ২ হাজার ৮০৩ টাকা এবং বিজিবির কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকাসহ সর্বমোট ১২ কোটি ৫২লাখ ২হাজার ৮০৩টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়।
এর আগে করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত থেকে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
সেনাবাহিনী ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নৌবাহিনী ৪ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৩৩৩, বিমানবাহিনী ১ কোটি ২০ লাখ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ১ কোটি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১ কোটি টাকা অনুদান দেয়।