ঢাকা ছাড়লেন জাপানের ৩২৭ নাগরিক
নিজস্ব প্রতিবেদক | ২ এপ্রিল, ২০২০ ১২:০২
করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে অবস্থানরত ৩২৭ জন জাপানি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ১৯ মিনিটে তাদের নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে এ ফ্লাইটের ব্যবস্থা করে।
এর আগে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভুটানের নাগরিকরাও ঢাকা ত্যাগ করেছেন।
গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক।
তারও আগে বুধবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে তাদের দেশের ২২৫ জন নাগরিক ও পরদিন সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ এপ্রিল, ২০২০ ১২:০২

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে অবস্থানরত ৩২৭ জন জাপানি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ১৯ মিনিটে তাদের নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে এ ফ্লাইটের ব্যবস্থা করে।
এর আগে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভুটানের নাগরিকরাও ঢাকা ত্যাগ করেছেন।
গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক।
তারও আগে বুধবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে তাদের দেশের ২২৫ জন নাগরিক ও পরদিন সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান।
শেয়ার করুন