এক দিনে এক হাজার নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ২ এপ্রিল, ২০২০ ২২:৫৩
এক দিনে সারা দেশ থেকে অন্তত এক হাজার করোনাভাইরাসে আক্রান্তের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক এবং সব সিভিল সার্জনদের প্রধানমন্ত্রীর এ বিষয়ক নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, আজকের (বৃহস্পতিবার) মধ্যে যেন প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহ করা হয়। একদিনে অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করে আগামীকাল (শুক্রবার) যেন সেগুলো পরীক্ষা করা হয়।’
এত দিন বাংলাদেশে প্রতি দিন যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়ে আসছিল, তা কখনো দু’শ অতিক্রম করেনি।
করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার এ ধীরগতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এরই মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ানোর এই নির্দেশনা এল।
প্রেস ব্রিফিংয়ে হাবিবুর রহমান বলেন, নিয়মিত পরীক্ষা বাড়ানোর চেষ্টা চলছে। ঢাকায় এখন ছয়টি প্রতিষ্ঠানে পরীক্ষা হচ্ছে এবং ঢাকার বাইরে পরীক্ষা শুরু করেছে চারটি প্রতিষ্ঠান। এ ছাড়া ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নমুনা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য স্বাস্থকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ এপ্রিল, ২০২০ ২২:৫৩

এক দিনে সারা দেশ থেকে অন্তত এক হাজার করোনাভাইরাসে আক্রান্তের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক এবং সব সিভিল সার্জনদের প্রধানমন্ত্রীর এ বিষয়ক নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, আজকের (বৃহস্পতিবার) মধ্যে যেন প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহ করা হয়। একদিনে অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করে আগামীকাল (শুক্রবার) যেন সেগুলো পরীক্ষা করা হয়।’
এত দিন বাংলাদেশে প্রতি দিন যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়ে আসছিল, তা কখনো দু’শ অতিক্রম করেনি।
করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার এ ধীরগতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এরই মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ানোর এই নির্দেশনা এল।
প্রেস ব্রিফিংয়ে হাবিবুর রহমান বলেন, নিয়মিত পরীক্ষা বাড়ানোর চেষ্টা চলছে। ঢাকায় এখন ছয়টি প্রতিষ্ঠানে পরীক্ষা হচ্ছে এবং ঢাকার বাইরে পরীক্ষা শুরু করেছে চারটি প্রতিষ্ঠান। এ ছাড়া ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নমুনা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য স্বাস্থকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।