করোনায় সংক্রমণ বেশি বাসাবো, মিরপুর, নারায়ণগঞ্জে
নিজস্ব প্রতিবেদক | ৫ এপ্রিল, ২০২০ ১৬:১৯
দেশে করোনাভাইরাসে রাজধানীর বাসাবো ও মিরপুর এবং নারায়ণগঞ্জে বেশি সংক্রমণ পাওয়া গেছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জানায়, রাজধানীর বাসাবো এলাকায় ৯, টোলারবাগে ১১ ও নারায়ণগঞ্জে ১১ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
রবিবার সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
রবিবার দুপুর ১টায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, সামাজিক সংক্রমণ এখনো এলাকাভিত্তিক। নতুন আক্রান্ত পাওয়া যাওয়ায় রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জে নজরদারি বাড়ানো হয়েছে।
২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ২৪ ঘণ্টায় (৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা) দেশে একজনের মৃত্যু ও নতুন করে আরও ১৮জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ ছাড়া আক্রান্তদের মধ্যে আরো তিনজন সুস্থ হওয়ায় মোট ৩৩ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ এপ্রিল, ২০২০ ১৬:১৯

দেশে করোনাভাইরাসে রাজধানীর বাসাবো ও মিরপুর এবং নারায়ণগঞ্জে বেশি সংক্রমণ পাওয়া গেছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জানায়, রাজধানীর বাসাবো এলাকায় ৯, টোলারবাগে ১১ ও নারায়ণগঞ্জে ১১ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
রবিবার সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
রবিবার দুপুর ১টায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, সামাজিক সংক্রমণ এখনো এলাকাভিত্তিক। নতুন আক্রান্ত পাওয়া যাওয়ায় রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জে নজরদারি বাড়ানো হয়েছে।
২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ২৪ ঘণ্টায় (৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা) দেশে একজনের মৃত্যু ও নতুন করে আরও ১৮জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ ছাড়া আক্রান্তদের মধ্যে আরো তিনজন সুস্থ হওয়ায় মোট ৩৩ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।