বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক | ৯ এপ্রিল, ২০২০ ১৬:১০
ফাইল ছবি
করোনাজনিত সংকট মোকাবিলায় আরও কয়েকটি আইসোলেশন ইউনিট প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি এই তথ্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ১০-১৫ দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রস্তুত হবে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল যা আইসোলেশন ইউনিট হিসেবেও কাজ করবে। উত্তর সিটি করপোরেশনে একই প্রতিষ্ঠানের একটি মার্কেটে হচ্ছে ১৪ শ বেডের আইসোলেশনে সেন্টার। এ ছাড়া দিয়াবাড়িতে চারটি বহুতল ভবনে ১২ শ বেডের আইসোলেশন সেন্টার হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সাড়ে ৫০০ এর বেশির ভেন্টিলেটর মেশিন প্রস্তুত আছে। ক্রয় প্রক্রিয়ায় আছে আরও ৩৮০টি।
প্রেস ব্রিফিংয়ে আরও অংশ নেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মবিন খান এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
প্রতিমন্ত্রী জানান, অ্যাসোসিয়েশনের অধীনে থাকা ৬৯টি হাসপাতালে ২৪ ঘণ্টা সব রোগের সেবা দেওয়া হবে। করোনাসহ যে কোনো দুযোর্গে এই হাসপাতালগুলো সবার পাশে থাকবে।
এ দিকে দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। চব্বিশ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১ জনের।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন; মৃত্যু হয়েছে ২১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সামিয়া তাহমিনা জানান, ২৪ ঘণ্টায় মোট ১০৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ঢাকায় ৬১৮টি; ঢাকার বাইরের সেন্টারগুলোতে নমুনা পরীক্ষা হয়েছে ৪৭৯টি। মোট নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় ১০৯টি বেশি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ এপ্রিল, ২০২০ ১৬:১০

করোনাজনিত সংকট মোকাবিলায় আরও কয়েকটি আইসোলেশন ইউনিট প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি এই তথ্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ১০-১৫ দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রস্তুত হবে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল যা আইসোলেশন ইউনিট হিসেবেও কাজ করবে। উত্তর সিটি করপোরেশনে একই প্রতিষ্ঠানের একটি মার্কেটে হচ্ছে ১৪ শ বেডের আইসোলেশনে সেন্টার। এ ছাড়া দিয়াবাড়িতে চারটি বহুতল ভবনে ১২ শ বেডের আইসোলেশন সেন্টার হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সাড়ে ৫০০ এর বেশির ভেন্টিলেটর মেশিন প্রস্তুত আছে। ক্রয় প্রক্রিয়ায় আছে আরও ৩৮০টি।
প্রেস ব্রিফিংয়ে আরও অংশ নেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মবিন খান এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
প্রতিমন্ত্রী জানান, অ্যাসোসিয়েশনের অধীনে থাকা ৬৯টি হাসপাতালে ২৪ ঘণ্টা সব রোগের সেবা দেওয়া হবে। করোনাসহ যে কোনো দুযোর্গে এই হাসপাতালগুলো সবার পাশে থাকবে।
এ দিকে দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। চব্বিশ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১ জনের।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন; মৃত্যু হয়েছে ২১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সামিয়া তাহমিনা জানান, ২৪ ঘণ্টায় মোট ১০৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ঢাকায় ৬১৮টি; ঢাকার বাইরের সেন্টারগুলোতে নমুনা পরীক্ষা হয়েছে ৪৭৯টি। মোট নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় ১০৯টি বেশি।