ডিজিটাল উপস্থাপনায় হবে ছায়ানটের বাংলা বর্ষবরণ
নিজস্ব প্রতিবেদক | ১১ এপ্রিল, ২০২০ ২১:৪৯
এবার ডিজিটাল উপস্থাপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখের সকালে বাংলা বর্ষবরণ আয়োজন করতে যাচ্ছে ছায়ানট। নভেল করোনাভাইরাস পরিস্থিতির কারণে রমনার বটমূলে ঐতিহ্যবাহী বর্ষবরণের আয়োজনটি আগেই বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছায়ানট থেকে জানানো হয়েছে, মহামারিতে বিশ্বজুড়ে অগণ্য মানুষের জীবনাবসান ও জীবনশঙ্কার ক্রান্তিলগ্নে বর্ষবরণ সীমিত আকারে উপস্থাপনার উদ্যোগ নিয়েছে। ‘উৎসব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের’ এই অঙ্গীকার নিয়ে বিটিভিতে সংশ্লিষ্টদের যথাসাধ্য নিরাপত্তা নিশ্চিত রেখে পহেলা বৈশাখের সকালে একটি ডিজিটাল উপস্থাপনা সম্প্রচার করা হবে।
অনুষ্ঠান সাজানো হয়েছে বর্ষবরণের নির্বাচিত গান এবং বর্তমান সংকটের প্রেক্ষাপটে ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের সমাপনী কথন দিয়ে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায়। বিটিভি ছাড়াও এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেলে। আগ্রহী বেসরকারি টিভি চ্যানেলগুলোকে বিটিভির সম্প্রচারিত অনুষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ এপ্রিল, ২০২০ ২১:৪৯

এবার ডিজিটাল উপস্থাপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখের সকালে বাংলা বর্ষবরণ আয়োজন করতে যাচ্ছে ছায়ানট। নভেল করোনাভাইরাস পরিস্থিতির কারণে রমনার বটমূলে ঐতিহ্যবাহী বর্ষবরণের আয়োজনটি আগেই বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছায়ানট থেকে জানানো হয়েছে, মহামারিতে বিশ্বজুড়ে অগণ্য মানুষের জীবনাবসান ও জীবনশঙ্কার ক্রান্তিলগ্নে বর্ষবরণ সীমিত আকারে উপস্থাপনার উদ্যোগ নিয়েছে। ‘উৎসব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের’ এই অঙ্গীকার নিয়ে বিটিভিতে সংশ্লিষ্টদের যথাসাধ্য নিরাপত্তা নিশ্চিত রেখে পহেলা বৈশাখের সকালে একটি ডিজিটাল উপস্থাপনা সম্প্রচার করা হবে।
অনুষ্ঠান সাজানো হয়েছে বর্ষবরণের নির্বাচিত গান এবং বর্তমান সংকটের প্রেক্ষাপটে ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের সমাপনী কথন দিয়ে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায়। বিটিভি ছাড়াও এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেলে। আগ্রহী বেসরকারি টিভি চ্যানেলগুলোকে বিটিভির সম্প্রচারিত অনুষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।