কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | ১২ এপ্রিল, ২০২০ ০১:৫২
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম কোনো আসামী হিসাবে ফাঁসিতে ঝুললেন আবদুল মাজেদ।
শনিবার রাত ১২টা ১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় সরাসরি অংশগ্রহণের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়।
২০১৬ সালের ১০ এপ্রিল উদ্বোধন হওয়া এ কারাগরে এটাই ছিল কোনো আসামির ফাঁসি কার্যকরের প্রথম ঘটনা।
কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাজেদের দণ্ড কার্যকরে প্রধান জল্লাদ ছিলেন শাহজাহান, যিনি ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির ফাঁসি কার্যকর করেছিলেন।
পরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের বলেন, রাত ১২টা ১ মিনিটে আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। তারা মৃতদেহ ভোলায় তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন, সেখানেই দাফন হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ এপ্রিল, ২০২০ ০১:৫২

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম কোনো আসামী হিসাবে ফাঁসিতে ঝুললেন আবদুল মাজেদ।
শনিবার রাত ১২টা ১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় সরাসরি অংশগ্রহণের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়।
২০১৬ সালের ১০ এপ্রিল উদ্বোধন হওয়া এ কারাগরে এটাই ছিল কোনো আসামির ফাঁসি কার্যকরের প্রথম ঘটনা।
কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাজেদের দণ্ড কার্যকরে প্রধান জল্লাদ ছিলেন শাহজাহান, যিনি ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির ফাঁসি কার্যকর করেছিলেন।
পরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের বলেন, রাত ১২টা ১ মিনিটে আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। তারা মৃতদেহ ভোলায় তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন, সেখানেই দাফন হবে।