র্যাব ডিজি হিসেবে দায়িত্ব নিলেন চৌধুরী মামুন
অনলাইন ডেস্ক | ১৫ এপ্রিল, ২০২০ ১৫:৩৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার সকালে তিনি উত্তরায় র্যাব দর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার দুপুরে বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে। ইতোপূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
এদিকে দেশের ৩০তম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আজই দায়িত্ব গ্রহণ করেছেন ড. বেনজীর আহমেদ। তাকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইজিপি র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ এপ্রিল, ২০২০ ১৫:৩৫

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার সকালে তিনি উত্তরায় র্যাব দর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার দুপুরে বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে। ইতোপূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
এদিকে দেশের ৩০তম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আজই দায়িত্ব গ্রহণ করেছেন ড. বেনজীর আহমেদ। তাকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইজিপি র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।