ঢাকা-না.গঞ্জের পর করোনার নতুন ‘হটস্পট’ গাজীপুর
অনলাইন ডেস্ক | ১৭ এপ্রিল, ২০২০ ১৫:৩১
ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) দেশের অন্তত ৪০ জেলায় ছড়িয়ে পড়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর সবচেয়ে বেশি রোগী এখন গাজীপুরে।
শুক্রবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত দেশের ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া গেছে। অধিকাংশই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়ে সংক্রমণ ছড়িয়েছে।
লকডাউন কার্যকর আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাট-বাজারে লোকজন ভিড় করছে। অবাধে রিকশা চলছে। ত্রাণ বিতরণের সময়ও করোনা ছড়াচ্ছে। এসব বিষয়ে নজর দিতে হবে।
ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্তদের বেশিভাগেরই বয়স ২১-৫০ বছর। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ২১-৩০ বয়সীরা, যা মোট আক্রান্তের ২১ ভাগের মতো। আক্রান্তদের ৬৮ ভাগই পুরুষ।
তিনি আরও বলেন, আক্রান্তদের সবচেয়ে বেশি ঢাকার যা প্রায় ৪৬ ভাগ। দ্বিতীয় স্থানে থাকা নারায়ণগঞ্জে আক্রান্ত প্রায় ২০ ভাগ। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে উঠে এসেছে গাজীপুর।
আইইডিসিআর পরিচালক বলেন, ঢাকায় আক্রান্তদের বেশির ভাগ মিরপুর এলাকার। ঢাকায় আক্রান্তদের ৯ ভাগই টোলারবাগসহ বৃহত্তর মিরপুর এলাকায়। এর পরেই রয়েছে মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকা। এসব এলাকায় রয়েছে ৪ ভাগ করে রোগী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ এপ্রিল, ২০২০ ১৫:৩১

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) দেশের অন্তত ৪০ জেলায় ছড়িয়ে পড়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর সবচেয়ে বেশি রোগী এখন গাজীপুরে।
শুক্রবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত দেশের ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া গেছে। অধিকাংশই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়ে সংক্রমণ ছড়িয়েছে।
লকডাউন কার্যকর আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাট-বাজারে লোকজন ভিড় করছে। অবাধে রিকশা চলছে। ত্রাণ বিতরণের সময়ও করোনা ছড়াচ্ছে। এসব বিষয়ে নজর দিতে হবে।
ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্তদের বেশিভাগেরই বয়স ২১-৫০ বছর। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ২১-৩০ বয়সীরা, যা মোট আক্রান্তের ২১ ভাগের মতো। আক্রান্তদের ৬৮ ভাগই পুরুষ।
তিনি আরও বলেন, আক্রান্তদের সবচেয়ে বেশি ঢাকার যা প্রায় ৪৬ ভাগ। দ্বিতীয় স্থানে থাকা নারায়ণগঞ্জে আক্রান্ত প্রায় ২০ ভাগ। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে উঠে এসেছে গাজীপুর।
আইইডিসিআর পরিচালক বলেন, ঢাকায় আক্রান্তদের বেশির ভাগ মিরপুর এলাকার। ঢাকায় আক্রান্তদের ৯ ভাগই টোলারবাগসহ বৃহত্তর মিরপুর এলাকায়। এর পরেই রয়েছে মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকা। এসব এলাকায় রয়েছে ৪ ভাগ করে রোগী।