করোনায় নতুন সংক্রমণ সবচেয়ে বেশি গাজীপুরে
অনলাইন ডেস্ক | ২০ এপ্রিল, ২০২০ ১৫:২৮
দেশে বর্তমানে সবেচেয়ে বেশি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ গাজীপুর জেলায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার আড়াইটায় করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে গাজীপুরে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। সব মিলিয়ে মোট আক্রান্তের ১৯ দশমিক ৫ ভাগই এখন গাজীপুরের। প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জ।
এছাড়া মোট করোনা আক্রান্তদের ১৩ দশমিক ৫ ভাগ কিশোরগঞ্জের আর ৬ ভাগ নরসিংদীর বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘আপনার ঘরে থাকুন। বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। গেলেও অবশ্যই মাস্ক পরে যাবেন। অন্যথায় আমরা আক্রান্ত ও মৃত্যুর এই মিছিল থামাতে পারব না।’
ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ এপ্রিল, ২০২০ ১৫:২৮

দেশে বর্তমানে সবেচেয়ে বেশি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ গাজীপুর জেলায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার আড়াইটায় করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে গাজীপুরে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। সব মিলিয়ে মোট আক্রান্তের ১৯ দশমিক ৫ ভাগই এখন গাজীপুরের। প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জ।
এছাড়া মোট করোনা আক্রান্তদের ১৩ দশমিক ৫ ভাগ কিশোরগঞ্জের আর ৬ ভাগ নরসিংদীর বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘আপনার ঘরে থাকুন। বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। গেলেও অবশ্যই মাস্ক পরে যাবেন। অন্যথায় আমরা আক্রান্ত ও মৃত্যুর এই মিছিল থামাতে পারব না।’
ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।