দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪
অনলাইন ডেস্ক | ২১ এপ্রিল, ২০২০ ১৪:৩৭
দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন।
মঙ্গলবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন পরীক্ষা করা হয়েছিল ২ হাজার ৭৭৯টি নমুনা।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের পাঁচজন পুরুষ আর চারজন নারী। তাদের তিনজনের বয়স চল্লিশোর্ধ্ব, তিনজনের বয়স পঞ্চাশোর্ধ্ব আর তিনজনের বয়স ষাটোর্ধ্ব।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুজন করোনা থেকে সেরে উঠেছেন। এ নিয়ে মোট ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ সময় বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে অধ্যাপক সুলতানা বলেন, জরুরি প্রয়োজনে বাইরে গেলে বাসায় ফিরে কোনো কিছু স্পর্শ করার আগে হাত ধুয়ে নেবেন অথবা স্যানিটাইজার ব্যবহার করবেন। সম্ভব হলে জামা-কাপড় আধা ঘণ্টা সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ এপ্রিল, ২০২০ ১৪:৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন।
মঙ্গলবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন পরীক্ষা করা হয়েছিল ২ হাজার ৭৭৯টি নমুনা।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের পাঁচজন পুরুষ আর চারজন নারী। তাদের তিনজনের বয়স চল্লিশোর্ধ্ব, তিনজনের বয়স পঞ্চাশোর্ধ্ব আর তিনজনের বয়স ষাটোর্ধ্ব।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুজন করোনা থেকে সেরে উঠেছেন। এ নিয়ে মোট ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ সময় বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে অধ্যাপক সুলতানা বলেন, জরুরি প্রয়োজনে বাইরে গেলে বাসায় ফিরে কোনো কিছু স্পর্শ করার আগে হাত ধুয়ে নেবেন অথবা স্যানিটাইজার ব্যবহার করবেন। সম্ভব হলে জামা-কাপড় আধা ঘণ্টা সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন।