আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক
নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২১ ০১:৩৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক।
সোমবার দেশ রূপান্তরকে তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। হান্নান খান সাহেব (তদন্ত সংস্থার সাবেক প্রধান সমন্বয়ক) মারা যাওয়ার পর থেকে সংস্থার সার্বিক দায়িত্ব পালন করে আসছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ২৯ নভেম্বর মারা যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান। ২৭ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। এরপর তার করোনা পরীক্ষায় রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১১ সালে তদন্ত সংস্থায় যোগ দেন সানাউল হক। এরপর থেকে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক (আইজিপির পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২১ ০১:৩৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক।
সোমবার দেশ রূপান্তরকে তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। হান্নান খান সাহেব (তদন্ত সংস্থার সাবেক প্রধান সমন্বয়ক) মারা যাওয়ার পর থেকে সংস্থার সার্বিক দায়িত্ব পালন করে আসছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ২৯ নভেম্বর মারা যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান। ২৭ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। এরপর তার করোনা পরীক্ষায় রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১১ সালে তদন্ত সংস্থায় যোগ দেন সানাউল হক। এরপর থেকে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক (আইজিপির পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।