২ লাখ টাকার বেশি কর হলেই ই-পেমেন্ট: এনবিআর চেয়ারম্যান
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০২১ ০০:১৭
দুই লাখ টাকার বেশি কর হলেই ই-পেমেন্ট দিতে হবে বলে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
মঙ্গলবার দুপুরে এনবিআর কার্যালয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ১ জুলাইয়ের পর থেকে দুই লাখ টাকার বেশি কর ই-পেমেন্ট ছাড়া গ্রহণ করা হবে না। কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ই-পেমেন্ট চালুর রোড ম্যাপও করা হয়েছে। এ জন্য ব্যাবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা চাই।
এ সময় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০২১ ০০:১৭

দুই লাখ টাকার বেশি কর হলেই ই-পেমেন্ট দিতে হবে বলে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
মঙ্গলবার দুপুরে এনবিআর কার্যালয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ১ জুলাইয়ের পর থেকে দুই লাখ টাকার বেশি কর ই-পেমেন্ট ছাড়া গ্রহণ করা হবে না। কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ই-পেমেন্ট চালুর রোড ম্যাপও করা হয়েছে। এ জন্য ব্যাবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা চাই।
এ সময় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
শেয়ার করুন