সমালোচকদের আগে ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২১ ০১:৩৫
করোনার ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, অনেকে ভ্যাকসিন নিয়ে সন্দেহ পোষন করে সমোলচনা করছেন।যারা ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেন, তাদের ভ্যাকসিন দেয়া হবে। যাতে তারা সুস্থ থেকে সরকারের সমালোচনা করতে পারেন।
বুধবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে দেশের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে পাঁচজন ব্যক্তিকে ভ্যাকসিন দিয়েছি। যে পাঁচ জনকে টিকা দেয়া হয়েছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারা সুস্থ আছেন।এখন পর্যন্ত কোন পার্শপতিক্রিয়া দেয়নি।তালিকাভূক্ত অন্যদেরও এখন দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে জুন মাসের মধ্যে সাড়ে পাঁচ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়াহ বে। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবাই ভ্যাকসিন নেবো। আগেই যদি আমরা নিয়ে নিই তাহলে সবাই বলবে আগে আগে নিয়ে নিলো। আগামী ৭ তারিখে যখন দেশ ব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তখন আশা করছি অনেকেই ভ্যাকসিন নেবেন। আমাদের কাছে অনেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সে সময় ভ্যাকসিন নেবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এই মুহূর্তে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন আছে, যা পৃথিবীর অনেক দেশের কাছে নেই। জাতীয় পর্যায়ে ভ্যাকসিন কর্মসূচি শুরু করার জন্য ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।
প্রধানমন্ত্রী যেভাবে করোনা নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারি হাসপাতালের মাধ্যমে ভ্যাকসিন দেয়া হবে। পরবর্তীতে নীতিমালা করে যে সব বেসরকারি হাসপাতালের সক্ষমতা আছে সে সব হাসপাতাল থেকেও নেয়া যাবে ভ্যাকসিন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২১ ০১:৩৫

করোনার ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, অনেকে ভ্যাকসিন নিয়ে সন্দেহ পোষন করে সমোলচনা করছেন।যারা ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেন, তাদের ভ্যাকসিন দেয়া হবে। যাতে তারা সুস্থ থেকে সরকারের সমালোচনা করতে পারেন।
বুধবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে দেশের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে পাঁচজন ব্যক্তিকে ভ্যাকসিন দিয়েছি। যে পাঁচ জনকে টিকা দেয়া হয়েছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারা সুস্থ আছেন।এখন পর্যন্ত কোন পার্শপতিক্রিয়া দেয়নি।তালিকাভূক্ত অন্যদেরও এখন দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে জুন মাসের মধ্যে সাড়ে পাঁচ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়াহ বে। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবাই ভ্যাকসিন নেবো। আগেই যদি আমরা নিয়ে নিই তাহলে সবাই বলবে আগে আগে নিয়ে নিলো। আগামী ৭ তারিখে যখন দেশ ব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তখন আশা করছি অনেকেই ভ্যাকসিন নেবেন। আমাদের কাছে অনেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সে সময় ভ্যাকসিন নেবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এই মুহূর্তে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন আছে, যা পৃথিবীর অনেক দেশের কাছে নেই। জাতীয় পর্যায়ে ভ্যাকসিন কর্মসূচি শুরু করার জন্য ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।
প্রধানমন্ত্রী যেভাবে করোনা নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারি হাসপাতালের মাধ্যমে ভ্যাকসিন দেয়া হবে। পরবর্তীতে নীতিমালা করে যে সব বেসরকারি হাসপাতালের সক্ষমতা আছে সে সব হাসপাতাল থেকেও নেয়া যাবে ভ্যাকসিন।