গৃহনির্যাতন নিয়ে বাংলাদেশি নারীদের সার্চ বেড়েছে: জাতিসংঘ
অমৃত মলঙ্গী | ৩ মার্চ, ২০২১ ২০:০৭
করোনার সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষী পোস্ট ‘অহরহ দেখা গেছে’।
এশিয়ার আটটি দেশে নারী নির্যাতন বিষয়ক সার্চের হার করোনার দিনগুলোতে ‘উল্লেখযোগ্য হারে’ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা ইউএন ওমেন এবং জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। দেশগুলোর মধ্যে বাংলাদেশি নারীরা সহিংসতা বিষয়ক যেসব সার্চ বেশি করেছেন তার মধ্যে শীর্ষে ‘গৃহনির্যাতনের সংজ্ঞা’।
ইউএনএফপিএ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতা বিষয়ক সার্চিংয়ে বাংলাদেশি নারীরা ‘মানসিক’ এবং ‘সম্পর্কে থেকে লাঞ্ছিত’ হওয়ার মতো কিওয়ার্ড দিয়ে অনলাইনে বেশি সার্চ করেছেন।
ডেটা বিশ্লেষক কোম্পানি quilt.ai-এর সহযোগিতায় করা এই গবেষণায় ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ২০.৫ মিলিয়ন ইউনিক সার্চ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৩৫০০ কিওয়ার্ড নারী নির্যাতন বিষয়ক। পাশাপাশি ফেইসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেয়া হয়েছে ২ হাজার পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষী পোস্ট এবং লেখা অহরহ দেখা গেছে। এই দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক সাহায্যের হারও বেড়েছে।
২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৭৮টি সার্চ পাওয়া গেছে নারী এবং তরুণীদের নির্যাতন বিষয়ক। সিঙ্গাপুর এই তালিকায় শীর্ষে রয়েছে, ৬২৯৯টি।
বাংলাদেশের মানুষেরা এই দিনগুলোতে সমতা রক্ষার অধিকার বিষয়ক পোস্ট যেমন বেশি বেশি দিয়েছেন, তেমনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন। এই ধরনের পোস্টের মধ্যে বেশি চোখে পড়েছে: #Right for Rohinga, #Equal Right for minority.
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পূর্ববর্তী সময়ের তুলনায় বাংলাদেশে করোনাকালে সাহায্য বিষয়ক সার্চের হার বেড়েছে ১১ শতাংশ।
এই সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের অবমাননার হারও বেড়েছে বলে উল্লেখ আছে প্রতিবেদনে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অমৃত মলঙ্গী | ৩ মার্চ, ২০২১ ২০:০৭

এশিয়ার আটটি দেশে নারী নির্যাতন বিষয়ক সার্চের হার করোনার দিনগুলোতে ‘উল্লেখযোগ্য হারে’ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা ইউএন ওমেন এবং জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। দেশগুলোর মধ্যে বাংলাদেশি নারীরা সহিংসতা বিষয়ক যেসব সার্চ বেশি করেছেন তার মধ্যে শীর্ষে ‘গৃহনির্যাতনের সংজ্ঞা’।
ইউএনএফপিএ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতা বিষয়ক সার্চিংয়ে বাংলাদেশি নারীরা ‘মানসিক’ এবং ‘সম্পর্কে থেকে লাঞ্ছিত’ হওয়ার মতো কিওয়ার্ড দিয়ে অনলাইনে বেশি সার্চ করেছেন।
ডেটা বিশ্লেষক কোম্পানি quilt.ai-এর সহযোগিতায় করা এই গবেষণায় ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ২০.৫ মিলিয়ন ইউনিক সার্চ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৩৫০০ কিওয়ার্ড নারী নির্যাতন বিষয়ক। পাশাপাশি ফেইসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেয়া হয়েছে ২ হাজার পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষী পোস্ট এবং লেখা অহরহ দেখা গেছে। এই দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক সাহায্যের হারও বেড়েছে।
২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৭৮টি সার্চ পাওয়া গেছে নারী এবং তরুণীদের নির্যাতন বিষয়ক। সিঙ্গাপুর এই তালিকায় শীর্ষে রয়েছে, ৬২৯৯টি।
বাংলাদেশের মানুষেরা এই দিনগুলোতে সমতা রক্ষার অধিকার বিষয়ক পোস্ট যেমন বেশি বেশি দিয়েছেন, তেমনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন। এই ধরনের পোস্টের মধ্যে বেশি চোখে পড়েছে: #Right for Rohinga, #Equal Right for minority.
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পূর্ববর্তী সময়ের তুলনায় বাংলাদেশে করোনাকালে সাহায্য বিষয়ক সার্চের হার বেড়েছে ১১ শতাংশ।
এই সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের অবমাননার হারও বেড়েছে বলে উল্লেখ আছে প্রতিবেদনে।