বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে আসছে ভারতীয় দুই যুদ্ধ জাহাজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ৭ মার্চ, ২০২১ ২০:৩২
তিন দিনের সফরে ৮ মার্চ সোমবার ভারতের দুটি যুদ্ধ জাহাজ মোংলায় আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভারতীয় নৌ বাহিনীর ‘আই এন এস কুলিশ’ ও ‘সুমেদা’ নামে এ দুটি যুদ্ধ জাহাজ মোংলা নৌ ঘাঁটিতে পৌঁছাবে।
খুলনার নৌ ঘাঁটি থেকে পাঠানো আইএসপিআরের (আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, জাহাজ দুটিকে স্বাগত জানানোর সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশে নৌ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ১৮ কর্মকর্তা ও ১৬০ নাবিকসহ ভারতীয় নৌ বাহিনীর জাহাজ ‘কুলিশ’র নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ কমকর্তা ও ১৩০ নাবিকসহ অপর যুদ্ধ জাহাজ ‘সুমেদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল।
এদিন সফরে থাকা ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া মোংলা নৌ ঘাঁটিসহ খুলনার দর্শনীয় স্থান পরিদর্শনও করবেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ৭ মার্চ, ২০২১ ২০:৩২

তিন দিনের সফরে ৮ মার্চ সোমবার ভারতের দুটি যুদ্ধ জাহাজ মোংলায় আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভারতীয় নৌ বাহিনীর ‘আই এন এস কুলিশ’ ও ‘সুমেদা’ নামে এ দুটি যুদ্ধ জাহাজ মোংলা নৌ ঘাঁটিতে পৌঁছাবে।
খুলনার নৌ ঘাঁটি থেকে পাঠানো আইএসপিআরের (আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, জাহাজ দুটিকে স্বাগত জানানোর সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশে নৌ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ১৮ কর্মকর্তা ও ১৬০ নাবিকসহ ভারতীয় নৌ বাহিনীর জাহাজ ‘কুলিশ’র নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ কমকর্তা ও ১৩০ নাবিকসহ অপর যুদ্ধ জাহাজ ‘সুমেদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল।
এদিন সফরে থাকা ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া মোংলা নৌ ঘাঁটিসহ খুলনার দর্শনীয় স্থান পরিদর্শনও করবেন তিনি।