অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারি, ২০২২ ১৭:০০
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি পেলেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এই সাত কর্মকর্তা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের পরিচালক ড. হাসান উল হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ।
জানা গেছে, পদোন্নতির সুপারিশ নামা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি অনুমোদন করেছেন। এরপর সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারি, ২০২২ ১৭:০০

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি পেলেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এই সাত কর্মকর্তা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের পরিচালক ড. হাসান উল হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ।
জানা গেছে, পদোন্নতির সুপারিশ নামা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি অনুমোদন করেছেন। এরপর সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।