সিসিইউ থেকে কেবিনে ড. মঈন খান
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১৪:৪৯
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়েছে।
আজ সোমবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বর্তমানে তার শারিরীক অবস্থা ভালো আছে।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুসারে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাতে তার (আব্দুল মঈন খান) কোনো সমস্যা চিহ্নিত হয়নি। আজ তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
সন্ধ্যা নাগাদ আব্দুল মঈন খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানান শায়রুল কবির খান।
গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় রাজনৈতিক কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে পড়েন আব্দুল মঈন খান। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১৪:৪৯

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়েছে।
আজ সোমবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বর্তমানে তার শারিরীক অবস্থা ভালো আছে।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুসারে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাতে তার (আব্দুল মঈন খান) কোনো সমস্যা চিহ্নিত হয়নি। আজ তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
সন্ধ্যা নাগাদ আব্দুল মঈন খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানান শায়রুল কবির খান।
গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় রাজনৈতিক কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে পড়েন আব্দুল মঈন খান। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শেয়ার করুন