ডিএমপির পর্যালোচনা সভা
চার্জশিটে বাদী-বিবাদীর এনআইডি নম্বর সংযুক্ত করতে হবে
অনলাইন ডেস্ক | ১৭ মে, ২০২২ ১০:০৭
মামলার মানসম্পন্ন তদন্তের প্রতি মনোযোগ দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেছেন, তদন্তের গুণগত মান কীভাবে আরও বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।
এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায় সোমবার ডিএমপি কমিশনার পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার বিভিন্ন মামলার মানসম্পন্ন তদন্তের প্রতি মনোযোগ দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, তদন্তের গুণগত মান কীভাবে আরও বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। তদন্ত শেষে চার্জশিটে বাদী এবং আসামির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর যুক্ত করার নির্দেশনা দেন তিনি।
সভায় রাজধানীর ছিনতাই স্পটগুলোতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তদন্তে গুরুত্ব দিতে বলা হয়। কিশোর গ্যাং ও তাদের কর্মকাণ্ড নিয়ে পুলিশকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, পাড়া-মহল্লায় প্রো-অ্যাক্টিভ পুলিশিংয়ের মাধ্যমে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসাবে বিভাগ, ফোর্স ও শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ মে, ২০২২ ১০:০৭

মামলার মানসম্পন্ন তদন্তের প্রতি মনোযোগ দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেছেন, তদন্তের গুণগত মান কীভাবে আরও বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।
এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায় সোমবার ডিএমপি কমিশনার পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার বিভিন্ন মামলার মানসম্পন্ন তদন্তের প্রতি মনোযোগ দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, তদন্তের গুণগত মান কীভাবে আরও বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। তদন্ত শেষে চার্জশিটে বাদী এবং আসামির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর যুক্ত করার নির্দেশনা দেন তিনি।
সভায় রাজধানীর ছিনতাই স্পটগুলোতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তদন্তে গুরুত্ব দিতে বলা হয়। কিশোর গ্যাং ও তাদের কর্মকাণ্ড নিয়ে পুলিশকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, পাড়া-মহল্লায় প্রো-অ্যাক্টিভ পুলিশিংয়ের মাধ্যমে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসাবে বিভাগ, ফোর্স ও শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান প্রমুখ।