অবৈধ ওয়াকিটকি বিক্রি, মূল হোতা-সহযোগী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০২২ ১২:২০
রাজধানীতে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকি ছাড়াও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
রবিবার রাজধানীর মোহাম্মদপুর ও স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান এলাকা থেকে র্যাব-৩ এবং বিটিআরসির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- অলেফিল ট্রেড কর্পোরেশনের মালিক মো. আব্দুল্লাহ আল সাব্বির (৩৩) ও তার সহযোগী মো. আল মামুন।
র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন থেকে অবৈধ ওয়াকিটকি বিক্রি করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ওয়াকিটকি সেট ১৬৮টি, ওয়াকিটকির ব্যাটারি ৩৫টি, চার্জার ৩২টি, এন্টেনা ৬৩টি, মাউথ স্পিকার ৬টি এবং ব্যাক ক্লিপ ৬টি উদ্ধার করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০২২ ১২:২০

রাজধানীতে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকি ছাড়াও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
রবিবার রাজধানীর মোহাম্মদপুর ও স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান এলাকা থেকে র্যাব-৩ এবং বিটিআরসির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- অলেফিল ট্রেড কর্পোরেশনের মালিক মো. আব্দুল্লাহ আল সাব্বির (৩৩) ও তার সহযোগী মো. আল মামুন।
র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন থেকে অবৈধ ওয়াকিটকি বিক্রি করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ওয়াকিটকি সেট ১৬৮টি, ওয়াকিটকির ব্যাটারি ৩৫টি, চার্জার ৩২টি, এন্টেনা ৬৩টি, মাউথ স্পিকার ৬টি এবং ব্যাক ক্লিপ ৬টি উদ্ধার করা হয়।
শেয়ার করুন