নেত্রকোনার বলাইশিমুল মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার দাবি
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০২২ ১৫:১৭
নেত্রকোনা কেন্দুয়ার শতবর্ষ প্রাচীন বলাইশিমুল খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার দাবি জানিয়েছে বলাইশিমুল ইউনিয়নবাসী। তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন, শিশু বিকাশ রক্ষায় ওই আশ্রয়ণ প্রকল্প যেন অন্য কোথাও সরিয়ে নিয়ে করা হয়।
শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বালাইশিমুল ইউনিয়নবাসী ব্যানারে আয়োজিত ‘শতবর্ষী প্রাচীন বালাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প অন্যত্র স্থাপনের দাবি’তে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।
বলাইশিমুল মাঠ রক্ষা আন্দোলনে সংহতি জানিয়ে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না বলেন, ‘মাঠ আন্দোলন যৌক্তিক ও মানবিক আন্দোলন। আগামী প্রজন্মের জন্য এই লড়াই, অন্য যেকোনো আন্দোলন থেকে কম নয়। আপনাদের এই দাবি যদি প্রধানমন্ত্রী শোনেন নিশ্চয় তিনি অবশ্যই একটি পদক্ষেপ গ্রহণ করবেন।’
তিনি আরও বলেন, যারা বালাইশিমুল মাঠ দখল করে প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তারা পক্ষান্তরে প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করছে। দেশে উন্নয়ন প্রয়োজন কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়।’
মানববন্ধনে সংহতি জানিয়ে বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, অত্যন্ত দুঃখ পাই যখন একটা মাঠ রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে। একটা নদী রক্ষায় প্রধানমন্ত্রী লাগে। একজন ব্যক্তির পক্ষে এক সঙ্গে সব দিক খেয়াল রাখা সম্ভব না। যারা মাঠ দখল করে প্রকল্প গ্রহণ করেছে তারা বালাইশিমুলবাসীকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ‘এই মাঠ আপনাদের মাঠ, মালিকানা আপনাদের। আপনারা এই মাঠ ছাড়বেন না। এইটা রূপক আন্দোলন, সারা দেশেই মাঠ রক্ষায় আমাদের আন্দোলন চালু থাকবে।’
বালাইশিমুল গ্রামের বাসিন্দা মশিউর জামান টিটু বলেন, আমরা চাই সুন্দর জীবন, সুষ্ঠু জীবন। আমরা চাই আগামীর প্রজন্ম যেন সুন্দরভাবে বেড়ে উঠে। কিন্তু এই মাঠ দখল হলে স্থানীয় শিশু-কিশোররা তাদের সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ হারাবে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কথা চিন্তা করে প্রকল্প অন্যত্র স্থানান্তর করা হোক।
মানববন্ধনে অন্যান্যরা বলেন, শত বছরের পুরোনো ওই খেলার মাঠটি বলাইশিমুল গ্রামের ১ একর ৮৭ শতক সরকারি জায়গায় অবস্থিত। সেখানে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করেন। সম্প্রতি স্থানীয় প্রশাসন মাঠের দুই পাশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৩টি ঘর নির্মাণ করছে। তাই ওই জায়গার পরিবর্তে মাঠের উত্তর পাশে কিছুটা নিচু জমিতে ঘর নির্মাণের দাবি জানাচ্ছি।
এছাড়া আরও বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ, কণ্ঠশিল্পী বীথি ঘোষ-সহ এলাকার ছাত্র ও যুবকেরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০২২ ১৫:১৭

নেত্রকোনা কেন্দুয়ার শতবর্ষ প্রাচীন বলাইশিমুল খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার দাবি জানিয়েছে বলাইশিমুল ইউনিয়নবাসী। তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন, শিশু বিকাশ রক্ষায় ওই আশ্রয়ণ প্রকল্প যেন অন্য কোথাও সরিয়ে নিয়ে করা হয়।
শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বালাইশিমুল ইউনিয়নবাসী ব্যানারে আয়োজিত ‘শতবর্ষী প্রাচীন বালাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প অন্যত্র স্থাপনের দাবি’তে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।
বলাইশিমুল মাঠ রক্ষা আন্দোলনে সংহতি জানিয়ে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না বলেন, ‘মাঠ আন্দোলন যৌক্তিক ও মানবিক আন্দোলন। আগামী প্রজন্মের জন্য এই লড়াই, অন্য যেকোনো আন্দোলন থেকে কম নয়। আপনাদের এই দাবি যদি প্রধানমন্ত্রী শোনেন নিশ্চয় তিনি অবশ্যই একটি পদক্ষেপ গ্রহণ করবেন।’
তিনি আরও বলেন, যারা বালাইশিমুল মাঠ দখল করে প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তারা পক্ষান্তরে প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করছে। দেশে উন্নয়ন প্রয়োজন কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়।’
মানববন্ধনে সংহতি জানিয়ে বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, অত্যন্ত দুঃখ পাই যখন একটা মাঠ রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে। একটা নদী রক্ষায় প্রধানমন্ত্রী লাগে। একজন ব্যক্তির পক্ষে এক সঙ্গে সব দিক খেয়াল রাখা সম্ভব না। যারা মাঠ দখল করে প্রকল্প গ্রহণ করেছে তারা বালাইশিমুলবাসীকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ‘এই মাঠ আপনাদের মাঠ, মালিকানা আপনাদের। আপনারা এই মাঠ ছাড়বেন না। এইটা রূপক আন্দোলন, সারা দেশেই মাঠ রক্ষায় আমাদের আন্দোলন চালু থাকবে।’
বালাইশিমুল গ্রামের বাসিন্দা মশিউর জামান টিটু বলেন, আমরা চাই সুন্দর জীবন, সুষ্ঠু জীবন। আমরা চাই আগামীর প্রজন্ম যেন সুন্দরভাবে বেড়ে উঠে। কিন্তু এই মাঠ দখল হলে স্থানীয় শিশু-কিশোররা তাদের সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ হারাবে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কথা চিন্তা করে প্রকল্প অন্যত্র স্থানান্তর করা হোক।
মানববন্ধনে অন্যান্যরা বলেন, শত বছরের পুরোনো ওই খেলার মাঠটি বলাইশিমুল গ্রামের ১ একর ৮৭ শতক সরকারি জায়গায় অবস্থিত। সেখানে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করেন। সম্প্রতি স্থানীয় প্রশাসন মাঠের দুই পাশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৩টি ঘর নির্মাণ করছে। তাই ওই জায়গার পরিবর্তে মাঠের উত্তর পাশে কিছুটা নিচু জমিতে ঘর নির্মাণের দাবি জানাচ্ছি।
এছাড়া আরও বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ, কণ্ঠশিল্পী বীথি ঘোষ-সহ এলাকার ছাত্র ও যুবকেরা।