মহাসড়কে চাঁদাবাজি: মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি অসন্তোষ আইজিপির
নিজস্ব প্রতিবেদক | ৭ জুলাই, ২০২২ ০০:০০
মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে না পারায় পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। চাঁদাবাজি বন্ধ করতে না পারলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপারদের দায়িত্ব ছাড়তে বলেন তিনি।
দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ সম্মেলনের শেষ দিনে বুধবার পুলিশ কর্মকর্তাদের আজ এই বার্তা দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে সম্মেলনে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
সম্মেলনে পুলিশের সব ইউনিটের প্রধান, রেঞ্জ ডিআইজি ও ৬৪ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, উত্তরবঙ্গে দায়িত্বরত বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার প্রতি উষ্মা প্রকাশ করেন। ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারলে আইজিপি তাদের ঢাকায় চলে আসতে বলেন।
বেনজীর আহমেদ বলেন, কোরবানির পশু পরিবহনে রাস্তাঘাটে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো বা তল্লাশি করা যাবে না।
তিনি পুলিশ কর্মকর্তাদের কোরবানির পশুর হাটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করতে বলেন।
আইজিপি বলেন, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে করিমন, নসিমন, ভটভটির মতো অননুমোদিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মোটর সাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা পালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, মামলা তদন্তের ক্ষেত্রে তদারকি বাড়াতে হবে। মামলা তদন্ত দ্রুততম সময়ে শেষ করতে হবে। তদন্তের মান বাড়াতে হবে। নিবিড় তদারকির মাধ্যমে মামলা তদন্তের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
আইজিপি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশের অব্যবহৃত জমিতে ফসল উৎপাদন এবং জলাশয়ে মাছ চাষ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শুদ্ধাচার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন আইজিপি
বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ মৌলভীবাজারের বন্যা কবলিতদের দান করেছেন। তিনি আজ মৌলভীবাজারের পুলিশ সুপারের হাতে এ অর্থ তুলে দেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানদের মধ্যে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আইজিপি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ জুলাই, ২০২২ ০০:০০

মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে না পারায় পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। চাঁদাবাজি বন্ধ করতে না পারলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপারদের দায়িত্ব ছাড়তে বলেন তিনি।
দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ সম্মেলনের শেষ দিনে বুধবার পুলিশ কর্মকর্তাদের আজ এই বার্তা দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে সম্মেলনে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
সম্মেলনে পুলিশের সব ইউনিটের প্রধান, রেঞ্জ ডিআইজি ও ৬৪ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, উত্তরবঙ্গে দায়িত্বরত বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার প্রতি উষ্মা প্রকাশ করেন। ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারলে আইজিপি তাদের ঢাকায় চলে আসতে বলেন।
বেনজীর আহমেদ বলেন, কোরবানির পশু পরিবহনে রাস্তাঘাটে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো বা তল্লাশি করা যাবে না।
তিনি পুলিশ কর্মকর্তাদের কোরবানির পশুর হাটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করতে বলেন।
আইজিপি বলেন, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে করিমন, নসিমন, ভটভটির মতো অননুমোদিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মোটর সাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা পালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, মামলা তদন্তের ক্ষেত্রে তদারকি বাড়াতে হবে। মামলা তদন্ত দ্রুততম সময়ে শেষ করতে হবে। তদন্তের মান বাড়াতে হবে। নিবিড় তদারকির মাধ্যমে মামলা তদন্তের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
আইজিপি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশের অব্যবহৃত জমিতে ফসল উৎপাদন এবং জলাশয়ে মাছ চাষ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শুদ্ধাচার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন আইজিপি
বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ মৌলভীবাজারের বন্যা কবলিতদের দান করেছেন। তিনি আজ মৌলভীবাজারের পুলিশ সুপারের হাতে এ অর্থ তুলে দেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানদের মধ্যে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আইজিপি।