প্রয়াত ব্যারিস্টার রাজনীতিবিদ মওদুদ আহমেদ বিয়ে করেছিলেন পল্লিকবি জসিমউদদীনের মেয়ে হাসনা জসীমউদদীনকে। এ দম্পতির দুই ছেলে এবং এক মেয়ে। বড় ছেলে আসিফ মওদুদ ছোট বয়সেই মারা যান। দ্বিতীয় সন্তান আমান মওদুদ প্রতিবন্ধী ছিলেন এবং তিনিও ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর মারা যান। মেয়ে আনা আসপিয়া মওদুদ স্বামীসহ থাকেন নরওয়েতে। কেমন ছিল ছেলে আমান আর বাবা মওদুদদের সম্পর্ক? কান্নাজড়িত কণ্ঠে হাসনা মওদুদ বলেন, সে (মওদুদ) খুব…৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:৩৫